শ্যামলীতে লুটপাট, গ্রেপ্তার ৬
এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করতেই রাজধানীর শ্যামলীর মোটরসাইকেল শো-রুমে হামলা ও টাকা লুট করে স্থানীয় একটি চক্র। এছাড়া শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে তারা ছিনতাই, মাদক ব্যবসা ও ডাকাতিও করতো।
রোববার (২৪ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব।
সংস্থাটি জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের পর তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছয়জনের কাছ থেকে লুটের টাকা ও ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ১২ অক্টোবর রাজধানীর শ্যামলীতে একটি মোটরসাইকেল শোরুমের দুই কর্মচারীকে ছুরিকাঘাত করে নগদ টাকা লুটে নেয় ডাকাত দল। প্রকাশ্যে ওই ডাকাতির মূলহোতা জহিরুল ইসলামসহ ৬ জনকে শনিবার (২৩ অক্টোবর) রাতে ঢাকার কেরাণীগঞ্জ ও ধামরাই থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
এলাকায় আধিপত্য বিস্তার ও ভয় প্রদর্শন করতেই বাইকের শো-রুমে ডাকাতি করা হয় বলে জানায় র্যাব। এছাড়া শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে ছিনতাই, মাদক ব্যবসায়ও জড়িত এ চক্রের সদস্যরা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানায় র্যাব।