শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সাদ রিজভীর মুক্তির দাবিতে রণক্ষেত্র পাকিস্তান, ৩ পুলিশ নিহত
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সাদ রিজভীর মুক্তির দাবিতে রণক্ষেত্র পাকিস্তান, ৩ পুলিশ নিহত
৬৩৯ বার পঠিত
শনিবার, ২৩ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাদ রিজভীর মুক্তির দাবিতে রণক্ষেত্র পাকিস্তান, ৩ পুলিশ নিহত

---

পাকিস্তানের নিষিদ্ধ কট্টোরপন্থী রাজনৈতিক দল তেহেরিক-ই-লাব্বাইক (টিএলপি) সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশের। এতে তিন পুলিশ সদস্যের প্রাণহানি হয়েছে। উভয়পক্ষের অনেকেই আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে উইওন নিউজ।

প্রতিবেদনে বলা হয়, টিএলপি’র শীর্ষ নেতা প্রধান নেতা সাদ রিজভীর মুক্তির দাবিতে গতকাল শুক্রবার (২২ অক্টোবর) লাহোরের পূর্বাঞ্চলীয় শহরে বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার মানুষ। বিক্ষোভ মিছিলটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

ঘটনার পর লাহারের ডিআইজির মুখপাত্র মাজহার হুসাইন জানান, নিহত দুই পুলিশ কর্মকর্তার মধ্যে একজনের নাম আয়ুব অন্যজন খালিদ। সংঘর্ষে নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সংঘর্ষে গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বিক্ষোভকারীরা পেট্রোল বোমা ছুঁড়ে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দোকানপাট ও অফিসের বাইরে ব্যাপক তাণ্ডবও চালিয়েছে তারা। সংঘর্ষের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সহিংসতা থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়তে বাধ্য হয়।

অন্যদিকে, সংঘর্ষ সৃষ্টির জন্য পুশিকেই দায়ী করেন টিলপির সমর্থকরা। তাদের দাবি, কোনও কারণ ছাড়াই আমাদের শান্তিপূর্ণ সমাবেশে নিরাপত্তা বাহিনী হামলা চালায়।



আর্কাইভ