শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » আর্ত-মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান এলজিআরডি প্রতিমন্ত্রীর
আর্ত-মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান এলজিআরডি প্রতিমন্ত্রীর
আর্ত-মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
আজ রাজধানীর আগারগাঁয়ে এলজিইডি ভবনে ডিস্ট্রিক্ট ৩১৫-এ১ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ঢাকা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
স্বপন ভট্টাচার্য্য বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে আত্নমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করেছেন।
তিনি বলেন, সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে সরকারের পাশাপাশি দুস্থ অসহায় মানুষের কল্যাণে লায়ন্স ক্লাবের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যা’ দেশের অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখছে। লায়ন্স ক্লাব দেশের বিত্তবান মানুষকে সংগঠিত করে কার্যক্রমকে আরো বেগবান করবে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
লায়ন্স ক্লাবের জেলা গভর্নর (৩১৫-এ১) আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্েযর মধ্যে লায়ন মোসলেম আলী খান, লায়ন নাজমুল হক, লায়ন এ কে এম রেজাউল হক, ফাস্ট জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।