বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » পানি কম লাগে এমন ধানের জাত উদ্ভাবনের সুপারিশ
পানি কম লাগে এমন ধানের জাত উদ্ভাবনের সুপারিশ
ঢাকা, ২১ অক্টোবর, ২০২১ : একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৮ তম বৈঠক আজ কমিটির সভাপতি মতিয়া চৌধুরী’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য কৃষি মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং, মোঃ মোসলেম উদ্দিন, আনোয়ারুল আবেদীন খান এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পূর্ববর্তী সভার সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
পাইলট প্রকল্পের মত সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক-সেবা কেন্দ্র স্থাপন ও স্থাপনাগুলোতে কৃষি কর্মকর্তাগণের অবস্থান নিশ্চিতকরণ এবং কেউ যেন স্থাপনাগুলোতে সাব-লেট না দিতে পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
আগামী মৌসুমে আমনের আবাদ আরও বৃদ্ধির লক্ষ্যে চলতি মৌসুমে আবাদকৃত আমনের শর্ট-ভ্যারাইটির (কম সময়ে উৎপন্ন জাত) বীজ পর্যাপ্ত পরিমাণে সংরক্ষণ ও প্রতিটি ইউনিয়নে আমনের একটি প্রদর্শনী ক্ষেত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
পানি কম লাগে এ ধরণের জাত উদ্ভাবন এবং ভুট্টার উচ্চতা কমানোর জন্য গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।