শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইতিহাসের এই দিনে
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইতিহাসের এই দিনে
১৫৫ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতিহাসের এই দিনে

---

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। চোখ বুলিয়ে দেখে নেব, ইতিহাসের এইদিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি
১২৯৬ - আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
১৮০৫ - ট্রাফলগারের যুদ্ধ শুরু হয়েছিল। জিব্রাল্টার প্রণালীর কাছে এই যু্দ্ধে ব্রিটেনের নৌ সেনারা লড়েছিল ফ্রান্স এবং স্পেনের যৌথ নৌ বাহিনীর বিরুদ্ধে । এই যুদ্ধে এডমিরাল লর্ড হোরেশিও নেলসনের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী জয়লাভ করে এবং এই বিজয়কে উনিশ শতকে ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় বলে মনে করা হয় ।
১৮৫৭ - ব্রিটিশ সরকার কলকাতায় প্রেসিডেন্সি কলেজ স্থাপনের প্রস্তাব গ্রহণ করে।
১৯৪৩ - সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন।
১৯৫০ - চীনা সেনারা তিব্বত দখল করে।
১৯৮০ - খুলনা কারাগারে পুলিশি অভিযান, ৩৫ জন বন্দি নিহত, ২৪ জন জিম্মি উদ্ধার করা হয়।
১৯৮৪ - বাংলাদেশে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়।
১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের নতুন গঠিত সর্বোচ্চ সোভিয়েটের (সংসদের) প্রথম অধিবেশন ক্রেমলিন ভবনে উদ্বোধন হয়।।
২০০১ - এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেকের ) নেতাদের নবম অনানুষ্ঠানিক সম্মেলন চীনের শাংহাইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী ভবনে অনুষ্ঠিত হয়, চীনের প্রেসিডেন্ট চিয়াং চেমিন সম্মেলন পরিচালনা করেন ।

জন্ম
১৫৮১ - গুরুত্বপূর্ণ ইতালীয় বারোক চিত্রশিল্পী দমেনিকো জাম্পিয়েরি।
১৭৬০ - জাপানের চিত্রশিল্পী কাতুশিকো জোকুসাই।
১৭৭২ - ইংরেজ কবি, দার্শনিক এবং সমালোচক স্যামুয়েল টেইলর কোলরিজ।
১৮৩৩ - সুইডেনের রসায়নবিদ, প্রকৌশলী, আবিষ্কারণ, অস্ত্র-নির্মাতা এবং ডিনামাইটের আবিস্কারক ও নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড বানার্ড নোবেল।
১৮৪৯ -বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক রাজকৃষ্ণ রায়।
১৮৫১ - বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন জর্জ ইউলিট।
১৮৬৮ - সামরিক ট্যাংকের উদ্ভাবক আর্নেস্ট ডানলপ সুইনটন।
১৮৯৫ - মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী এডনা পারভায়েন্স ।
১৯০০ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ।
১৯২৮ - খ্যাতকীর্তি গবেষক ও ছাত্রপ্রিয় অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসু।
১৯৩১ - ভারতীয় চলচ্চিত্র শিল্প জগতের নায়ক এবং চলচ্চিত্র পরিচালক ছিলেন শাম্মী কাপুর।
১৯৩১ - সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা জিম পার্কস ।
১৯৪০ - বিখ্যাত ও সাবেক ইংরেজ ক্রিকেট তারকা জিওফ্রে বয়কট।
১৯৪২ - আমেরিকান অর্থনীতিবিদ ক্রিস্টোফার আলবার্ট সিমস।
১৯৪৩ - পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকার তারিক আলি।
১৯৬৭ - ইংল্যান্ড জাতীয় দলের নেতৃত্ব দেয়া প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড় পল ইন্স।
১৯৮০ - মার্কিন রিয়েলিটি টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেত্রী, সমাজকর্মী, ব্যবসায়ী মহিলা এবং মডেল কিম কার্দাশিয়ান।
১৯৮১ - সার্বীয় ফুটবল খেলোয়াড় নেমানজা ভিডিচ ।

মৃত্যু
১৯০৪ - জ্ঞানান্বেষী নারী এবং লেখক ইসাবেল এর্বার্হাডথ।
১৯৬৬ - বাঙালি চিত্র পরিচালক ও ক্যামেরাম্যান সুধীশ ঘটক।
১৯৭৫ - ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি।
১৯৭৬ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ছাত্রী ও ঢাকা ইডেন কলেজের সাবেক অধ্যক্ষা ফজিলতুন্নেসা।
১৯৭৮ - সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত আর্মেনিয়ান বিপ্লবী, ওল্ড ব্লেশেভিক এবং লেনিন, স্টালিন, খ্রুষ্যাভ এবং ব্রেজেনভ আন্নাসেস মিকোয়াইন।
১৯৮৪ - ফরাসি চলচ্চিত্র সমালোচক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা ফ্রঁসোয়া ত্রুফো।
১৯৯০ -ভারতীয় দার্শনিক, যোগী, গ্রন্থকার, সামাজিক বিপ্লবী, কবি, সঙ্গীতকার, ভাষাবিদ, প্রত্নতত্ত্ববিদ, ঐতিহাসিক এবং বিজ্ঞানী প্রভাতরঞ্জন সরকার ।
১৯৯৮ - প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও কলকাতার পাভলভ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ধীরেন্দ্র নাথ গঙ্গোপাধ্যায়।
২০১২ - ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক যশ চোপড়া।



আর্কাইভ