বুধবার, ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক
একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক
ঢাকা ২৫ আগস্ট ২০২১: একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এর সভাপতিত্বে ১৪তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোঃ মোতাহার হোসেন, মোঃ নাসির উদ্দিন, মোঃ মহিববুর রহমান এবং বেগম নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।
বৈঠকে ১৩ম বৈঠকের সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
কমিটিতে ডিজিএফআই-এর টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ এবং কারিগরি সক্ষমতা প্রকল্প বিষয়ে আলোচনা হয়। এই প্রকল্পের কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য কমিটি থেকে সুপারিশ করা হয়।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচি বিষয়ে আলোচনা হয় এবং পরিকল্পিত অনুষ্ঠানগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য কমিটি থেকে সুপারিশ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাগণের অবসরের বয়সসীমা সম্পর্কিত প্রতিবেদনে বয়সসীমা অনুযায়ী তিন বাহিনীর পদক্রমের সমতার প্রস্তাবনায় কমিটি সম্মতি প্রদান করে।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।