শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ২০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশের হয়ে সাকিবের আরেক রেকর্ড
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশের হয়ে সাকিবের আরেক রেকর্ড
৫৭০ বার পঠিত
বুধবার, ২০ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের হয়ে সাকিবের আরেক রেকর্ড

---

বাংলাদেশের সেরা খেলোয়াড় বলা হয় তাকে। কেনই বা বলা হবে না। শুধুমাত্র বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান করে যাচ্ছেন একের পর এক রেকর্ড। বিশ্বকাপে ওমানের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে আরও এক রেকর্ড গড়লেন তিনি। দেশের হয়ে সবশেষ পাঁচ ম্যাচের সবকটিতেই ম্যাচসেরা হয়েছেন সাকিব।

ব্যাটিংয়ে ৪২ এবং বোলিংয়ে ২৬ রান খরচে ৩ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। এতে সাকিবের কল্যাণেই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল এবং ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের বাঁধা পার করল বাংলাদেশ।

এদিকে লক্ষ্য স্থির না করলেও টুর্নামেন্ট শুরুর আগে দলের ভালো ফলের কথা বলে গেছেন দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের মতো খেলোয়াড়রা। অথচ বিশ্বকাপে রীতিমত অস্তিত্ব সংকটে পড়েছিল বাংলাদেশ দল।

স্কটল্যান্ডের সঙ্গে ৬ রানে হার দিয়ে টুর্নামেন্ট শুরু। ওমানের বিপক্ষে হারলে বিদায় নিশ্চিত হতো টাইগারদের। এ ম্যাচ জিতলেও স্বস্তি নেই। নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির সঙ্গে জিততে হবে, সঙ্গে তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ড বনাম ওমানের ম্যাচের দিকে। বলা যায় প্রথম পর্ব পার করাটাই বেশ চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের।

ওমানের সঙ্গে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের কাছে প্রশ্ন রাখা হয়, আশা বা প্রত্যাশায় কোন পরিবর্তন এনেছে দল? উল্টো প্রশ্ন ছুড়ে সাকিব বললেন, স্বপ্ন কি প্রতিদিন পরিবর্তন হয় নাকি?

এ নিয়ে সাকিব বলেন, আমাদের স্বপ্নের কথা আমরা বলেই এসেছি। স্বপ্ন কি প্রতিদিন পরিবর্তন হয় নাকি? দল এখনো সেমিফাইনাল খেলার স্বপ্নে অটল বলে জানান সাকিব, ‘প্রথম আমাদের লক্ষ্য পরবর্তী স্টেজে কোয়ালিফাই করার। এরপর সেমিফাইনাল খেলা। আমরা যখন দেশ থেকে আসি, তখন তো আমাদের একটা বড় স্বপ্ন নিয়ে আসতে হবে। যদি বলেই আসি সব ম্যাচ হারব, আমরা হারতে যাচ্ছি, আপনার কি সেটা খুশি মনে নেবেন?



আর্কাইভ