মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক
ঢাকা, ১৯ অক্টোবর, ২০২১: একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এর সভাপতিত্বে ২৩তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ, কে, আব্দুল মোমেন, মোঃ শাহরিয়ার আলাম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, মোঃ আব্দুল মজিদ খান, মোঃ হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ অংশগ্রহণ করেন।
কমিটি বিগত ২২তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে। ২২তম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সর্ম্পকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী Sustainable Development Goal (SDG) এ্যাওয়ার্ড পাওয়ায় কমিটির পক্ষ থেকে অভিনন্দন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
“Territorial Waters and Maritime Zones (Amendent) Bill 2021” বিলটি সম্পর্কে আরো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়। সাব-কমিটি অক্টোবর, ২০২১ এর মধ্যে প্রতিবেদন প্রদান করবে।
বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান এবং আমেরিকা সফরের উপর প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব (মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিট) সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।