শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » খুলনা বিভাগে করোনায় আরও ১৩ জনের মৃত্যু
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » খুলনা বিভাগে করোনায় আরও ১৩ জনের মৃত্যু
১৬৩ বার পঠিত
বুধবার, ২৫ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা বিভাগে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

---

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩০০ জনের।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২৭৬ জনের।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে । এছাড়া যশোরে ও কুষ্টিয়ায় চারজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৭ হাজার ৫২০ জনের শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৯৫৪ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪ হাজার ৩৯১ জন।



আর্কাইভ