রবিবার, ১৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » নয়টি উপজেলা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করার পরামর্শ
নয়টি উপজেলা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করার পরামর্শ
ঢাকা, ১৭ অক্টোবর, ২০২১: একাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বাদশ বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এম, এ, মান্নান, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এবং বীরেন শিকদার বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত ”নয়টি উপজেলা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট” শীর্ষক সমীক্ষা প্রকল্পের অগ্রগতি এবং নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
বৈঠকে নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত ”নয়টি উপজেলা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট” প্রকল্পটির কাজে সন্তোষ প্রকাশ করে এবং সমীক্ষা প্রকল্পটি মূল প্রকল্পে অন্তর্ভুক্ত করে দ্রততম সময়ের মধ্যে কাজ আরম্ভ করে বর্তমান সরকারের মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব), বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য,গৃহায়ন ও গণপূর্ত সচিব, প্রকল্প পরিচালকসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়/পরিকল্পনা মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।