শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | মাদারীপুর | শিরোনাম » দেশকে অস্থির করতে মসজিদ-মন্দিরে ঘটনা ঘটানো হয়: চিফ হুইপ
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | মাদারীপুর | শিরোনাম » দেশকে অস্থির করতে মসজিদ-মন্দিরে ঘটনা ঘটানো হয়: চিফ হুইপ
১৯৪ বার পঠিত
শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশকে অস্থির করতে মসজিদ-মন্দিরে ঘটনা ঘটানো হয়: চিফ হুইপ

---

দেশকে অস্থির করতে কখনো মসজিদে আবার কখনো মন্দিরে ঘটনা ঘটানো হয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন।

গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মাদারীপুরের শিবচরে বাশকান্দির বাওরকান্দি সানকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, বাশকান্দি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন, বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন, আধুনিক শশ্মানখোলা উদ্বোধন ও সার্বজনীন রাধা গোবিন্দ জিউর মন্দিরে দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শিবচরের মানুষ কে হিন্দু কে মুসলমান এই ভেদাভেদ দেখে না। মসজিদ মন্দিরে আমরা উন্নয়ন করি। সমাজে কিছু খারাপ লোক থাকে, যারা মন্দির মসজিদে বিভিন্ন ঘটনা ঘটায়। এটা যে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ঘটে শুধু তাই নয়। বাংলার মাটিতে আমাদের ঈদের নামাজেও বোমা ফুটতে দেখেছি। মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানেও এ ধরনের ঘটনা ঘটতে দেখেছি। এটা যে শুধু ধর্মের জন্য তা না। দেশকে অস্থির করতে কখনো মন্দিরে কখনো মসজিদে ঘটনা ঘটানো হয়। এটা ধরে নিলে হবে না এটা শুধু মন্দিরেই হবে।’

নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই এখন পর্যন্ত টিকা গ্রহণের কার্যক্রমেই শুরু করতে পারেনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিনামূল্যে কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আর মাত্র ছয় মাস পরেই স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যেই বাংলাদেশ পেয়েছিলাম তার বয়স এখন ৫০ বছর। আমরা সেই পঞ্চাশ বছর উদযাপন করতে যাচ্ছি।’

দিনব্যাপী কর্মসূচিতে চিফ হুইপের সঙ্গে ছিলেন-জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেল, নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ওসি মো. মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তোতা খান, পৌর আওয়ামী লীগ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শংকর ঘোস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত রাহা ও বাশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান খোকন বয়াতিসহ আরও অনেকেই।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ