ইতিহাসের এই দিনে
সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এইদিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এইদিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
আজ ১৫ অক্টোবর ২০২১, শুক্রবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৫৮২- ইতালি ও স্পেন গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিষ্ট্রীয় সাল প্রবর্তিত। যার ফলে ৫ অক্টোবর ১৫ অক্টোবর হয়ে যায়।
১৯৮৫ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করা হয়।
১৯৯৯- অভ্যুত্থানের দু’দিন পর পাকিস্তানে জরুরি অবস্থা জারি এবং জেনারেল মোশাররফ নিজেকে দেশের প্রধান নির্বাহী ঘোষণা।
২০০৮ - সুইডেনের স্টকহোমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মোর্চা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর হ্যান্ডওয়াশিং সর্বপ্রথম হাত ধোয়া দিবসটি পালন করে।
জন্ম
১৮৯২- সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।
১৯২০- মার্কিন কথা সাহিত্যিক মারিও পুজো।
১৯৩১- বিজ্ঞানী ও ভারতীয় একাদশ রাষ্ট্রপতি ড. এ পি জে আব্দুল কালাম।
১৯৪৮- বাঙালি কল্পবিজ্ঞান লেখক সিদ্ধার্থ ঘোষ
১৯৫৭- মীরা নায়ার, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
১৯৮৮- বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার মেসুত ওজিল।
মৃত্যু
১৯৩৮- বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা আবুল হোসেন
১৯৬২- ভারতের স্বাধীনতা সংগ্রামী অতুলচন্দ্র ঘোষ।
১৯৭৫- বাঙালি ভাস্কর, চিত্রশিল্পী এবং ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা-সভাপতি দেবীপ্রসাদ রায়চৌধুরী।
২০১৮- ব্যবসায়ী এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন।