বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | মাদারীপুর | শিরোনাম » মাদারীপুরে ৩৯ কেজি গাঁজাসহ আটক ৩
মাদারীপুরে ৩৯ কেজি গাঁজাসহ আটক ৩
মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদাক কারবারিকে আটক করেছে মাদারীপুর র্যাব-৮। বৃহস্পতিবার সকাল ৮টায় শেখ হাসিনা মহাসড়কে আচমত আলী খান টোল প্লাজা এলাকা থেকে ৩৯ কেজি গাজাসহ তাদের আটক করা হয়।
আটকের সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, চারটি মোবাইল ফোন সেট এবং নগদ সাড়ে পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন- কুমিল্লা জেলার কোতায়ালী থানার আমতলী গ্রামের মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে মো. আল আমিন (৩২), সদর দক্ষিণ থানার উড়িয়াপাড়া গ্রামের কাজী আব্দুর রশিদের ছেলে কাজী আরিফ (২৩) এবং সদর দক্ষিণ থানার দড়িবটক গ্রামের আবুল কালামের ছেলে মো. শরিফুল ইসলাম (৩০)।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলন আয়োজন করে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কর্মকর্তারা জানতে পারেন কুমিল্লা থেকে বিপুল পরিমানে গাঁজা নিয়ে সাদা রঙের প্রাইভেটকারে গোপালগঞ্জের দিকে যাচ্ছে। মাদক কারবারীরা কুমিল্লা-চাঁদপুর-মাদারীপুর-গোপাগঞ্জ রুট ব্যবহার করবে, এমন খবর পাওয়ায় সতর্ক অবস্থান নেয় র্যাবের বিশেষ একটি দল।
সকাল ৮টার দিকে মাদারীপুর শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের আচমত আলী খান টোল প্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে ৩৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা।
মাদারীপুর র্যাব-৮ সিপিসি কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা ডিলার হিসেবে গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। আটক হওয়া সবাই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে সদর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।