বুধবার, ১৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » আমার মা বাবা নাই তো, আমি বুঝি - শামীম ওসমান
আমার মা বাবা নাই তো, আমি বুঝি - শামীম ওসমান
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ইয়াংদের বলতে চাই আজ থেকে ৪-৫দিন পর মাকে বিসর্জন দেবেন। আমাদের যে মা জন্ম দিয়েছে সে মা বাড়িতেই আছে।
তাই আমি মনে করি, যে ধর্মের মানুষই হোক না কেন সে যেন বাবা এবং মায়ের প্রতি এমন কাজ করে যাতে মা বাবা চলে যাওয়ার পরে কষ্ট না লাগে। আফসোস করতে না হয় যে আহারে এটা কেন করলাম না। আমার নাই তো তাই আমি বুঝি।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি এই উৎসবের দিনটাতে একটা অনুরোধ করবো। আমার মা বাবা নাই, আপনারা এমন ভাবে মা বাবার সেবা করবেন যাতে আপনাদের মনে কোন অসন্তুষ্টি না থাকে চলে যাওয়ার পরে যে আমি এটা করলাম না কেন। আমি আশীর্বাদ করি, দোয়া করি সবার জন্য। সবাই ভাল থাকেন। সবকিছু মিলেই আমরা একটা স্লোগান দেই যেটা জাতির পিতার কন্যা দিয়েছেন। খুব জনপ্রিয় স্লোগান সারা পৃথিবীতেই। সেটা হল ধর্ম যার যার উৎসব সবার। এটা আমার থেকে ভাল ছোটবেলায় কেউ বুঝত না।