সোমবার, ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » নিজেদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী
নিজেদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, নিজেদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। সব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির নেশা যেন কখনও নিজেদের না পেয়ে বসে। ভালোভাবে পড়াশুনা করে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। ঐকান্তিক প্রচেষ্টা, নৈতিকতা ও মূল্যবোধ থাকলে সহজেই নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায়।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে শহীদ ওমর ফারুক মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পিরোজপুরসহ দেশের সকল পর্যায়ের উন্নয়নে সরকার কাজ করছে। দেশের বেকারত্ব দূর করতে কাজ করছে সরকার। কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ হলে বেকারত্বের সংখ্যা কমবে। দক্ষ মানবসম্পদ না হলে দেশের উন্নয়ন সম্ভব না।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সঞ্চালনায় সংলাপে প্যানেল আলোচক হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী।
এর আগে সকালে সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ জনের মাঝে ঢেউটিন ও ৫০ জনের মাঝে চেক বিতরণ করা হয়। সেইসঙ্গে জেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে ১৮ জন খামারির মাঝে মিল্ক সেপারেটর মেশিন বিতরণ করেন মন্ত্রী।