মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » মিথিলার প্রথমবার মুম্বাই দর্শন
মিথিলার প্রথমবার মুম্বাই দর্শন
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। পেশাগত কাজে তিনি ইউরোপ-আমেরিকার বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন। অথচ পাশের দেশ ভারতের মুম্বাই শহরে গেলেন প্রথমবার। তাও ভারতীয় স্বামী পরিচালক সৃজিত মুখার্জীর নতুন হিন্দি সিনেমা ‘শাবাশ মিঠু’র কাজের সূত্রে।
তবে সৃজিতের এই ছবির শুটিং কয়েকদিন আপাতত বন্ধ। কারণ ছবির মুখ্য চরিত্র বলিউড অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি তার প্রযোজিত ও অভিনীত ছবি ‘ব্লার’-এর শুটিং শেষ করলেন। তিনি কয়েকটা দিন বিশ্রাম নিয়ে তারপর আবার কাজে ফিরতে চান। এই ফাঁকে স্ত্রী মিথিলা ও মেয়ে আইরাকে মুম্বাই শহর ঘুরে দেখাচ্ছেন সৃজিত।
মিথিলার এই প্রথম মুম্বাই ভ্রমণ। এর আগে সৃজিতের নেটফ্লিক্স ছবি ‘রে’ চলাকালীন পুনে ও ঔরঙ্গাবাদ ঘুরে দেখেছিলেন নায়িকা। এবার শ্বশুরবাড়ি ঘুরে দেখার পালা। মেয়ে আইরাকে নিয়ে ঘুরে দেখছেন মুম্বাইয়ের সব দ্রষ্টব্য। তাই ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’র বাইরে সপরিবারে হাসি হাসি মুখে ছবি।
মেয়ে আইরাকে নিয়ে ঘুরে বেড়ানোর ঘটনা এর আগে গত একুশের বইমেলায় বই আকারে প্রকাশ করেছেন মিথিলা। তানজানিয়ার দ্বীপের সেই চমকপ্রদ গল্প মনে ধরেছে অনেকেরই। তাই মা-মেয়ের এবারের ভ্রমণও গল্পের বইয়ের আকারে প্রকাশ পাক, এমনটাই ইচ্ছা অনুরাগীদের।
সৃজিতের এই ছোট্ট ট্রিপে স্ত্রী-কন্যা ছাড়াও ভাগ্নী স্পন্দনাও সঙ্গে আছে। কৃতী ছাত্রী স্পন্দনাকে নিয়ে মামা সৃজিতের গর্বের শেষ নেই। দুই তুতো বোনে ভাব জমেছে বেশ। তাইতো মুম্বাই ট্রিপে মায়ের মতোই দারুণ খুশি আইরা।