রবিবার, ১০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » ফরিদপুরে শিশু কেন্দ্রে হাসি-খেলায় বেড়ে উঠছে এতিমরা
ফরিদপুরে শিশু কেন্দ্রে হাসি-খেলায় বেড়ে উঠছে এতিমরা
হতদরিদ্র, এতিম শিশুদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে ফরিদপুরের সরকারি শিশু পরিবার কেন্দ্র। এখানে হাসি-খেলায় মানবিক ও সুনাগরিক হয়ে উঠছে শিশুরা।
সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় দরিদ্র এতিম অসহায় শিশুদের লালন-পালনের জন্য ১৯৬১ সালে ১১ একর জমির উপরে ফরিদপুর শহরের টেপাখোলায় প্রতিষ্ঠিত হয় সরকারি এই এতিমখানা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যার নামকরণ করা হয় সরকারি শিশু পরিবার।
এই কেন্দ্রে রয়েছে শিশুদের সুনাগরিক হিসাবে বেড়ে উঠার জন্য অত্যাধুনিক ও সুসজ্জিত আবাসিক হল, দৃষ্টিনন্দন ক্লাসরুম, শিশুদের পড়ালেখার পাশা-পাশি দেওয়া হচ্ছে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ। সুস্থ-স্বাভাবিকভাবে বেড়ে উঠার জন্য আছে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সকল সুযোগ সুবিধা।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, মনোরম পরিবেশে এই প্রতিষ্ঠানে ১৭৫ জন শিশু বেড়ে উঠছে। প্রতিষ্ঠানটি প্রশাসনে পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হয়।
তিনি বলেন, এখানে শিশুদের জন্য সরকারি ব্যবস্থাপনায় উন্নতমানের খাবার, পোশাক, সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানার জন্য ‘বঙ্গবন্ধু’ কর্নার।
জেলা প্রশাসক আরও বলেন, সুন্দর ও মনোরম পরিবেশে নানাবিধ সুবিধার মধ্যে বেড়ে উঠা শিশুরা ভুলেই গেছে নিজেদের বাড়ির কথা। তারা মনের আনন্দে পড়ালেখা করছে।
সরকারি শিশু পরিবার বালিকা-তে বসবাসরত শিক্ষার্থীরা বলছে, আমরা খুব ভালো আছি এখানে। পড়ালেখার পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি। যা হয়তো আমাদের পরিবারে পেতাম না।
শিশু পরিবারের সহকারী পরিচালক নূরুল হুদা জানান, এখানে ১৭৫ জন এতিম নিবাসী রয়েছে। যাদের অভিভাবক রাষ্ট্র। রাষ্ট্রের পক্ষে আমরা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার, তা করে যাচ্ছি। তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।
ফরিদপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম আলী আহসান জানান, একটি শিশুর স্বাভাবিক ও সুন্দর জীবনে বেড়ে উঠতে যেসকল সুযোগ-সুবিধার দরকার হয়, আমরা তার সবটুকু দিয়ে যাচ্ছি।
তিনি জানান, এই শিশুদের জন্য রয়েছে অত্যাধুনিক ডাইনিং হল, লাইব্রেরি, ইনডোর গেমস, টিভি রুম, মাল্টিপারপাস হলরুম, মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সিক রুম, জসিম মঞ্চ, অপেক্ষালয়, প্রেয়ার রুম, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা।