শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
রবিবার, ১০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান মারা গেছেন
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান মারা গেছেন
৪৬৩ বার পঠিত
রবিবার, ১০ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান মারা গেছেন

---

পাকিস্তানের পরমাণু বোমা তৈরির অন্যতম কারিগর এবং বিজ্ঞানী ড. আবদুল কাদির খান মৃত্যুবরণ করেছেন। রবিবার (১০ অক্টোবর) তিনি মারা যান বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের (এপিপি) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর গত ২৬ আগস্ট খান রিসার্চ ল্যাবরেটরিজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, ড. আবদুল কাদির খানের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমাদের পারমাণবিক অস্ত্রের রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদানের কারণে জাতির কাছে তিনি প্রিয় ছিলেন। পাকিস্তানি জনগণের জন্য তিনি জাতীয় আইকন।’



আর্কাইভ