রবিবার, ১০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চুল্লিপাত্র বসছে আজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চুল্লিপাত্র বসছে আজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বসছে পারমাণবিক চুল্লিপাত্র অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেশার ভ্যাসেল।
রোববার (১০ অক্টোবর) পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বসছে বহুল প্রতিক্ষীত এই চুল্লিটি।
শনিবার (৯ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর।
তিনি জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে চুল্লিপাত্র স্থাপন। রোববার এটি বসানো হবে। এরপর নভেম্বরে স্টিম জেনারেটর স্থাপনের মধ্যে দিয়ে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ভৌত কাঠামোয় পারমাণবিক যন্ত্রাংশ স্থাপন শেষ হবে।
রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য এ রিঅ্যাক্টর প্রেশার ভ্যাসেলটি রাশিয়া থেকে গত বছরের অক্টোবরে দেশে পৌঁছে। গত এক বছর ধরে এটি স্থাপনের জন্য প্রয়োজনীয় ভৌত কাঠামো প্রস্তুত করা হয়। পারমাণবিক চুল্লিপাত্র বা রিঅ্যাক্টর প্রেশার ভ্যাসেল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেখানে মূল জ্বালানি থাকে। এখান থেকেই বিদ্যুৎ সাপ্লাই হয়।
কল্প সংশ্লিষ্টরা জানান, ২০২৩ সালে প্রথম ইউনিট থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট ও ২০২৫ সালে দ্বিতীয় ইউনিট থেকে একই পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে