শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সৌদি আরবে ড্রোন হামলা, ৩ বাংলাদেশিসহ আহত ১০
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সৌদি আরবে ড্রোন হামলা, ৩ বাংলাদেশিসহ আহত ১০
৯৯ বার পঠিত
শনিবার, ৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌদি আরবে ড্রোন হামলা, ৩ বাংলাদেশিসহ আহত ১০

---

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে দুটি বিস্ফোরকবাহী ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে এবং শনিবার ভোরে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি নেতৃত্বাধীন জোটের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানায়।

কোনো পক্ষ বা গোষ্ঠী এখনও বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেনি। তবে, ইরানের মদদপুষ্ট হুতি গোষ্ঠী প্রায়ই সৌদি আরবের নানা স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে থাকে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, আহত বাংলাদেশিরা কিং আব্দুল্লাহ বিমানবন্দরের কর্মী। বাকিদের মধ্যে ছয় জন সৌদি আরবের এবং এক জন সুদানের নাগরিক।

সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা এসপিএকে জানিয়েছেন, হামলায় বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ লাদেন ড্রোন ব্যাবহার করেছে দুবৃত্তরা।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ড্রোন হামলার ফলে বিমানবন্দরটির ফ্লাইট চলাচল কার্যক্রম ব্যাহত হয়নি।

জিজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দর ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। ইয়েমেনে ইরানের মদদপুষ্ট হুথি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মানসুর হাদীসহ অন্যান্য গোষ্ঠীকে ২০১৫ সাল থেকে সহায়তা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।



আর্কাইভ