শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » বিশ্বে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ৮ লাখ ৭২ হাজার ১৭৯ জন বা আক্রান্তের ৯৮%
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » বিশ্বে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ৮ লাখ ৭২ হাজার ১৭৯ জন বা আক্রান্তের ৯৮%
১১২ বার পঠিত
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ৮ লাখ ৭২ হাজার ১৭৯ জন বা আক্রান্তের ৯৮%

---

গত ২৪ ঘন্টায় বিশ্বে সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ১১ হাজার ১৩৪ জন।সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায় ৮৪২ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৭৩ হাজার জন।

আজ মঙ্গলবার (২৪ আগষ্ট) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৪৩৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ লাখ ২৪ হাজার ৯৬৫ জন। নতুন করে প্রাণ গেছে ৯ হাজার ২৯৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৪ লাখ ৫৩ হাজার ৯৫৪ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ৮ লাখ ৭২ হাজার ১৭৯ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ লাখ ৬০ হাজার ১৫৯ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৭৮ লাখ ৮২ হাজার ৮৪১ জন বা আক্রান্তের ৯৯.৪% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ১২ হাজার ৪৬২ জন বা আক্রান্তের ০.৬%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৫৯৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ১১ হাজার ১৩৪ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৪৬ হাজার ৬৬৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪০৬ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৫ লাখ ৭০ হাজার ২২৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩৫৯ জন, মৃত্যু ২৬৬ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৩২৮ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৩৫ হাজার ৫০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৯০ হাজার ৫৮৬ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫ লাখ ৮৩ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ১০৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৭৪ হাজার ৯৪৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৭০ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৯৪৭ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ৬৬ হাজার ৫৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৪৫৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৬ হাজার ৮২০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৭৬ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৬০ লাখ ৩৪ হাজার ৮৬৭ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৬৬ লাখ ২৪ হাজার ৭৭৭ জন। মারা গেছেন ১ লাখ ১৩ হাজার ৪১৯ জন এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৬৫ হাজার ৩২১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ১৬৬ জন এবং মৃত্যু ১০৮ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৫ লাখ ২৪ হাজার ৫৮১ জন। মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ৬৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩১ হাজার ৯১৪ জন এবং মৃত্যু ৪০ জনের। সুস্থ হয়েছেন ৫০ লাখ ৯৮ হাজার ১৫২ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৬২ লাখ ৩৪ হাজার ৫২০ জন। মোট মৃত্যু ৫৪ হাজার ৭৬৫ জনের এবং সুস্থ হয়েছেন ৫৭ লাখ ২৪ হাজার ৩৮২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৮৫৭ জন এবং মৃত্যু ২৩২ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫১ লাখ ৩৯ হাজার ৯৬৬ জন। মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৬০৯ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ২২ হাজার ৪২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ১৩৫ জন এবং মৃত্যু ২৫৭ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৮ লাখ ৯২ হাজার ২৩৫ জন। মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৩১৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ২১ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৬৯৮ জন। মৃত্যু ৯৯ জনের।

স্পেনে আক্রান্ত ৪৭ লাখ ৯৪ হাজার ৩৫২ জন। মোট মৃত্যু ৮৩ হাজার ৩৩৭ জনের আর সেরে উঠেছে ৪১ লাখ ৬৫ হাজার ৯২১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৯৬৭ জন, মৃত্যু ৬৭ জনের।

ইরানে মোট আক্রান্ত ৪৭ লাখ ১৫ হাজার ৭৭১ জন। মোট মৃত্যু ১ লাখ ২ হাজার ৬৪৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৬১ হাজার ২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ হাজার ৬৫৭ জন এবং মৃত্যু ৬১০ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৮৮ হাজার ৭৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ১৬৮ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭৯৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪২ লাখ ২৪ হাজার ৪২৯ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৩৯ লাখ ৮৯ হাজার ৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৬০৪ জন। মোট মৃত্যু ১ লাখ ২৭ হাজার ২১৪ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৮৪২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৭১ হাজার ৮২ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৮১ হাজার ৫৭৯ জন। মোট মৃত্যু ৯২ হাজার ৪৯৭ জনের এবং সুস্থ হয়েছেন ৩৭ লাখ ২ হাজার ১০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫৫৫ জন, মৃত্যু ১৯ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩২ লাখ ২৫ হাজার ৭৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৬৫৮ জন। মোট মৃত্যু ২ লাখ ৫৩ হাজার ১৫৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২২৮ জনের। এবং সুস্থ হয়েছেন ২৫ লাখ ৫৩ হাজার ৬২৬ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮৬ হাজার ৮০৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৩১৬ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৬ হাজার ৩১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০৭ জন এবং মৃত্যু ০ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৬ লাখ ৯৮ হাজার ৬০৫ জন। মোট মারা গেছেন ৭৯ হাজার ৫৮৪ জন। সুস্থ হয়েছেন ২৪ লাখ ৫৫ হাজার ৯৯৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৬৩২ জন, মৃত্যু ১৬৩ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ৭৫ হাজার ১৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬১০ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ৪৭৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৭ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ১ হাজার ৪৩৩ জন।

পেরুতে মোট আক্রান্ত ২১ লাখ ৪২ হাজার ১৫৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৭ হাজার ৮৭৯ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৭৩ জন,মৃত্যু ৬৬ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৯ লাখ ২১ হাজার ১৫৯ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৯৫৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩৯০ জন, মৃত্যু ৪ জনের।সুস্থ হয়েছেন ১৮ লাখ ২০ হাজার ৯৮৫ জন।

এদিকে করোনা আক্রান্তের ২৭ নম্বরে উঠে আসা বাংলাদেশে এখন পর্যন্ত ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫ হাজার ৩৯৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৭১৭ জন, মৃত্যু ১১৭ জনের।



আর্কাইভ