বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মালদ্বীপের বিপক্ষে জামালদের লক্ষ্য ৩ পয়েন্ট
মালদ্বীপের বিপক্ষে জামালদের লক্ষ্য ৩ পয়েন্ট
শক্তিশালী ভারতকে নাজেহাল করে লিগ টেবিলে দুইয়ে রয়েছেন জামাল-জিকোরা। এবার তাদের সামনে স্বাগতিক মালদ্বীপ। একসময় দক্ষিণ এশিয়ার দলটিকে বলে-কয়ে হারাত লাল-সবুজের জার্সিধারীরা। সেই ‘একসময়ের’ মেয়াদ বেড়ে দাড়িয়েছে ১৮ বছরে। আজ সাফে দলটিকে হারিয়ে দেড় যুগের সেই আক্ষেপ ঘোচাতে চায় অস্কার ব্রুজনের দল।
২০০৩ সালে সাফে মালদ্বীপকে হারিয়ে শিরোপা উদযাপনে মেতেছিল বাংলাদেশ। এরপর আসরটিতে তিন দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ। ড্র ছিল একটি। আর সবশেষ ২০১৬ সালে প্রীতি ম্যাচে ৫-০ গোলে হেরেছিল লাল-সবুজের দল। এদিকে ফিফা র্যাংকিংয়ে ১৫৮ নম্বরে থাকা দলটি সাম্প্রতিক পারফরম্যান্সে অনেক এগিয়ে থাকলেও পরিসংখ্যানে চোখ রাখতে নারাজ বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ রাত দশটায় শুরু হওয়া ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ করে এক ম্যাচ হাতে রেখেই সাফের ফাইনালে উঠতে চায় তারা।
বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন তাদের লক্ষ্যের কথা। তিনি বলেছেন, ‘ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। নিজেদের দলের দিকেই আমাদের দৃষ্টি। মালদ্বীপ স্বাগতিক। মাঠে দর্শক থাকবে তাদের। এটা আমাদের আমলে নিচ্ছি না। আমরা চিন্তা করছি দল থেকে ভালো কিছু বের করে আনতে। যেন ৩ পয়েন্ট নিয়ে সামনের ম্যাচে এগিয়ে থাকা যায়।’
মালদ্বীপের বিপক্ষে ৩ পয়েন্ট সংগ্রহ করতে চান বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া।
করোনাভাইরাসের কারণে আজ ম্যাচটিতে সর্বোচ্চ ৩০০ টিকিট বরাদ্দ রেখেছেন বাংলাদেশি প্রবাসীদের জন্য। সেকারণে গত দুই ম্যাচে খেলোয়াড়দের দারুণ উৎসাহ যুগিয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের এবার কমই দেখা যাবে। তবে মাঠে বাংলাদেশি সমর্থক খুব বেশি না থাকলেও পারফরম্যান্সে ছাড় পাবেনা মালদ্বীপ, জানিয়েছেন জামাল।
তিনি বলেন, ‘আমি মনে করি না এতে (সমর্থক কম থাকা) কোনও প্রভাব পড়বে। যদিও মাঠে সমর্থকরা থাকলে ভালো লাগে। তারা সবসময় উৎসাহ জোগায়। যা ভালো দিক। যদি মালদ্বীপ তা করতে চায়, করতে পারে। তবে সেটা আমাদের খেলাতে কোনও প্রভাব পড়বে না। আমরা পারফরম্যান্স দেখাবো— এটা শতভাগ নিশ্চিত।’
আগের সব পরিসংখ্যান সামনে রেখেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দলে থাকছেন না বিশ্বনাথ, রাকিব সহ কয়েকজন গুরুপ্তপূর্ণ খেলোয়াড়। অন্যদিকে স্বাগতিকদের ফরোয়ার্ড বেশ উন্নত। তবুও আত্মবিশ্বাসী আর আক্রমণাত্মক বাংলাদেশকে হারিয়ে প্রথম পয়েন্ট সংগ্রহও খুব একটা সহজ হবে না স্বাগতিক মালদ্বীপের।