বুধবার, ৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বিদায় ঘণ্টা বেজে গেছে মুস্তাফিজদের
বিদায় ঘণ্টা বেজে গেছে মুস্তাফিজদের
মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ মুস্তাফিজের রাজস্থান রয়্যালসের। অন্যদিকে, ৮ উইকেটের বড় জয়ে শেষ চারের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে থাকল মুম্বাই।
চলতি আসরে এরই মধ্যে প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে গেছে তিন দলের (চেন্নাই, দিল্লি, ব্যাঙ্গালুরু)। চতুর্থ দল হিসেবে কারা যাবে শেষ চারে এ নিয়েই সব জল্পনা-কল্পনা ছিল। রাজস্থান রয়্যালসেরও দারুণ সুযোগ ছিল। শেষ দুই ম্যাচে জয় পেলেই হতো তাদের। কিন্তু মঙ্গলবার (৫ অক্টোবর) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় ওই পথ কঠিন হয়ে গেছে মুস্তাফিজদের।
১৩ ম্যাচে রাজস্থান রয়্যালসের পয়েন্ট ১০। গ্রুপ পর্বের শেষ ম্যাচ সাকিবের কলকাতার বিপক্ষে। ওই ম্যাচ জিতলেও তাদের সম্ভাবনা খুব কম। কারণ এর মধ্যে অনেক সমীকরণ মিলতে হবে। যেমন পাঞ্জাব এবং মুম্বাইকে হারতে হবে। কেকেআরের বিপক্ষে জিততে হবে বিশাল ব্যবধানে। সে ক্ষেত্রে বলাই যায়, রাজস্থানের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে।
অন্যদিকে, প্লে-অফের আশা জিইয়ে রাখতে মঙ্গলবার (৫ অক্টোবর) রাজস্থানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল রোহিত শর্মাদের। আর সেটাই করে দেখাল গত দু’বারের চ্যাম্পিয়নরা। ৭০ বল বাকি থাকতেই জিতল তারা।
শারজায় টসে জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠায় রোহিতের দল। নাথান কাউল্টার নেইল, জিমি নিশাম এবং জসপ্রিত বুমরাহ’র বোলিং তোপের মুখে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯০ রান সংগ্রহ করে সাঞ্জু স্যামসনরা। যদিও ব্যাটিংয়ে নেমে ২৭ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল রাজস্থান। ৯ বলে ১২ রান করে জসস্বী জয়সওয়াল সাজঘরে ফিরলে এই জুটি ভাঙে। এরপর যেন রীতিমতো ধস নামে রাজস্থানের ইনিংসে।
রাজস্থানের হয়ে এভিন লুইস সর্বোচ্চ ২৪ রান করেন। ৩ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৪ রান করেন তিনি। মুস্তাফিজ ৭ বলে ৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। এদিন দলের বিপদের মুহূর্তে ১টি ছক্কাও হাঁকান তিনি। এ ছাড়া ডেভিড মিলার করেন ১৫ রান।
রাজস্থানের ব্যাটিং শিবিরে ধস নামানো ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন কাউল্টার নাইল। অন্যদিকে, ৪ ওভারে ১২ রান দিয়ে তিন উইকেট নেন জিমি নিশাম।
জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রোহিতের দল।