মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে জনবল ও পরিবহন সংকটে হাইওয়ে পুলিশ
রূপগঞ্জে জনবল ও পরিবহন সংকটে হাইওয়ে পুলিশ
নারায়ণগঞ্জের শিল্প এলাকা রূপগঞ্জে জনবল সংকটে দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে হাইওয়ে পুলিশের দায়িত্বরত সদস্যদের। জনবল সংকটের কারণে পুলিশ সদস্যদের নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত ডিউটি করতে হয়।
এছাড়াও রয়েছে পরিবহন সংকট। প্রয়োজনের অর্ধেক জনবল দিয়েই কাজ করতে হচ্ছে বলে জানান ভূলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সালাউদ্দিন।
জানা গেছে, ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পে ৩১ জন পুলিশ সদস্য দিয়ে চলছে কার্যক্রম। এর মধ্যে ইন্সপেক্টর ১, সাব ইন্সপেক্টর ৪, সার্জেন্ট ৩, এএসআই ৪, এটিএসআই ১, কনস্টেবল ১৮জন। উপজেলার ভূলতা এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপিত হয়েছে প্রায় তিন মাসের মতো।
তবে এখন পর্যন্ত ক্যাম্পের কাজ চলছে ভাড়া করা একটি টিনসিট বাড়িতে। সারা দিন কাজ শেষে একটু স্বস্তি নিতে ক্যাম্পে গিয়ে গরমের ঝালায় ঠিক মতো বসাও যায় না, ঘুমাবে কি করে? তাদের এমন দূরবস্থা রাস্তায় টহলের জন্য নেই সরকারি কোনো নির্ধারিত ভালো মানের গাড়ি। টহলের জন্য রয়েছে দুইটি লক্কর-ঝক্কর লেগুনা। এর মধ্যে একটি দিয়ে কাজ কোনো মতো কাজ করা যায়।
এছাড়া নেই কোনো ভালো রেকার রাস্তায় বড় ধরণের দূর্ঘটনা ঘটলে কাঁচপুর থেকে রেকার এনে বিকল হওয়া গাড়িগুলো সরাতে হয়। এরই মধ্যে পুরো রাস্তা যানজটে যাত্রীরা নাকাল হয়ে পড়ে। ফলে কাঙ্খিত সেবাও মিলছে না হাইওয়ে পুলিশের কাছ থেকে।
এরপরেও সম্প্রতি ভূলতা ও গোলাকান্দাইল ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ ফুটপাত উচ্ছেদ এবং চলন্ত যান থেকে বেপরোয়া চাঁদাবাজি শুরু হলে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় কাঁচপুর থানা ও ভূলতা হাইওয়ে পুলিশের তৎপরতায় ধরপাকড় অভিযান ও মামলায় অবৈধ চাঁদাবাজিসহ রাস্তার উপর অবৈধ পার্কিং অনেকটাই কমেছে।
তবে সড়ক পথে চলাচলকারীসহ পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এখনও নানা কৌশলে চাঁদাবাজিসহ রাস্তার উপর অবৈধ পার্কিং ও সড়কের উপর অবৈধ স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজি করছে অনেকে।
ভূলতা হাইওয়ে পুলিশের টিআই সালাউদ্দিন বলেন, প্রয়োজনের অর্ধেক জনবল দিয়ে যতটুকু কাজ করা যায়, তা করছি আমরা। নিয়মিতভাবে মহাসড়কের উপর অবৈধ ফুটপাত ও স্ট্যান্ড উচ্ছেদের কাজ অব্যাহত রয়েছে। সড়ক পথে অবৈধ চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করছি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেছেন, জনবল ও পরিবহন সংকটসহ বিভিন্ন অন্তরায়ের মধ্যে দিয়েই কাজ চালিয়ে যেতে হচ্ছে। ভুলতা ফাঁড়িতে কমপক্ষে আরও ২০ জন পুলিশ সদস্য ও উন্নতমানের পরিবহন ব্যবস্থা প্রয়োজন রয়েছে।