মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বাছাইপর্বে ইংল্যান্ড দলে ডাক পেলেন আব্রাহাম ও চিলওয়েল
বাছাইপর্বে ইংল্যান্ড দলে ডাক পেলেন আব্রাহাম ও চিলওয়েল
আসন্ন ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন রোমার স্ট্রাইকার টামি আব্রাহাম ও চেলসির লেফট ব্যাক বেন চিলওয়েল।
গত বৃহস্পতিবার কোচ গ্যারেথ সাউথগেটের ঘোষিত ২৩ সদস্যের প্রাথমিক দলে ছিলেন না আব্রাহাম। তবে সোমবার তাকে দলে ফিরিয়ে আনা হয়েছে। ২০২০ সালের নভেম্বরের পর প্রথম স্কোয়াডে ফিরছেন আব্রাহাম।
গত আগস্টে ৩৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসি ছেড়ে রোমায় যোগ দেয়ার পর থেকে দারুন ফর্মে রয়েছেন ২৪ বছর বয়সি আব্রাহাম। হোসে মরিনহোর সিরি এ লিগের ক্লাবের হয়ে এ পর্যন্ত ১০টি ম্যাচে অংশ নিয়ে ৪ গোল করেছেন তিনি।
এদিকে চেলসির রাইট ব্যাক রিচ জেমসের ইনজুরির কারণে ইংলিশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে চিলওয়েলকে। পায়ের গোঁড়ালির ইনজুরির কারণে ম্যানচেস্টার সিটির কাছে হেরে যাওয়া সাম্প্রতিক ম্যাচে দলের বাইরে চলে যেতে বাধ্য হন জেমস। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও খেলতে পারেননি তিনি। ওই ম্যাচে জুভেন্টাসের কাছে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার সাউদাম্পটনের বিপক্ষে জয় পাওয়া প্রিমিয়ার লিগের ম্যাচেও অনুপস্থিত ছিলেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ আই’র শীর্ষস্থানধারী ইংল্যান্ড আগামী শনিবার এন্ডোরার মোকাবেলা করবে। মঙ্গলবার ওয়েম্বলিতে হাঙ্গেরিকে আথিথেয়তা দিবে তারা।
ইংলিশ ফুটবল ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,‘ আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত ইংল্যান্ড স্কোয়াডে অন্তুর্ভুক্ত করা হয়েছে চিলওয়েল ও টামি আব্রাহামকে। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়া রিচ জেমস ছাড়া বাকী সব খেলোয়াড়কে মঙ্গলবার সেন্ট জর্জেস পার্কে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।’