মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » নিজের বাড়ি বিক্রি করে দিলেন কমলা হ্যারিস
নিজের বাড়ি বিক্রি করে দিলেন কমলা হ্যারিস
চলতি সপ্তাহের শুরুতে সাড়ে ১৮ লাখ ডলারে ওয়াশিংটনে নিজের বাড়িটি বিক্রি করে দিয়েছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
২০১৭ সালের অক্টোবরে ১৭ লাখ ৭৫ হাজার ডলারে এটি ক্রয় করেছিলেন কমলা হ্যারিস ও তার স্বামী ডৌগ এমহফ। গেল মাসছয়েক ধরে ওয়াশিংটন ডিসির ওয়েস্ট এন্ডে অবস্থিত বাড়িটি বিক্রির চেষ্টা করেছিলেন তারা।-খবর ফোর্বসের
প্রথমে এটির দাম হাঁকিয়েছিলেন এক লাখ ৯৫ হাজার মার্কিন ডলারে। পরবর্তীতে দাম কমিয়ে এনেছেন তারা। তবে এক হাজার ৭৩০ বর্গফুটের বাড়িটি কে কিনেছেন, তার পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
এর আগে গত মার্চে সান ফ্রান্সিসকোতে কয়েক দশক ধরে মালিকানায় থাকা একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেয় এই দম্পতি। এটি বিক্রি করেছিলেন আটলাখ ৬০ হাজার মার্কিন ডলারে। ১৯৯৮ সালে এই সম্পদ দুই লাখ ৯৯ হাজার মার্কিন ডলারে কিনেছিলেন কমলা হ্যারিস।
যুক্তরাষ্ট্রে এখনো একজোড়া বাড়ির মালিক এই দম্পতি। এর মধ্যে ভাইস-প্রেসিডেন্ট হওয়ার পর সরকারি আবাসনের সৌজন্যে একটি পেয়েছেন। বর্তমানে ওয়াশিংটন ডিসির মার্কিন নেভাল অবজারভেটরিতে বসবাস করছেন তারা।
এই সরকারি বাড়িতে কিছুটা সংস্কারের পর গত এপ্রিলে তারা সেখানে ওঠেন। লস অ্যাঞ্জেলেসে তাদের সাড়ে তিন হাজার বর্গফুটের একটি বাড়ি রয়েছে। যুক্তরাষ্ট্রে যেটির মূল্য হবে ৩৪ লাখ ডলার।