মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গাজীপুর | ছবি গ্যালারী | শিরোনাম » নিরাপত্তা কর্মীকে অপহরণের অভিযোগে আটক ৮
নিরাপত্তা কর্মীকে অপহরণের অভিযোগে আটক ৮
গাজীপুরের টঙ্গীতে সাজ্জাদ হোসেন (২৪) নামে শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালের নিরাপত্তাকর্মীকে অপহরণের পর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আটজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় অপহৃত সাজ্জাদকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাকে অপহরণ করা হয় বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
অভিযোগ সূত্রে জানা গেছে, অজ্ঞাত কয়েকজন লোক আহত এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে আইনি ঝামেলা এড়াতে কর্তব্যরতরা দুর্ঘটনার কারণ ও ঘটনাস্থল জানতে চাইলে একপর্যায়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
তারই সূত্রধরে প্রায় একঘণ্টা পর অজ্ঞাত সাত থেকে আটজন লোক হাসপাতালে প্রবেশ করে সাজ্জাদের ওপর হামলা চালায় এবং তাকে অপহরণ করে নিয়ে যায়।
পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীবাজার গরুহাটা এলাকা থেকে তাকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে সম্পৃক্ত আটজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, মো. আকাশ (১৭), হারুন মৃধা (১৭) রাসেল মিয়া (১৬), শিফাত হোসেন রাতুল (১৭), ইনসাফ তাহমিদ প্রত্যয় (১৬), শাওন ইসলাম (১৫), নাহিদ হাসান (১৭) ও নাজির হাসান লিমন (১৭)।
ভুক্তভোগী সাজ্জাদ জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে এবং শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। আমি তাদের কাছে চিৎকার করে পানি চেয়েও একফোঁটা পানি পাইনি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি জানান, গতরাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পূর্বশত্রুতার জেরে অপহরণের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে টঙ্গী বাজার গরুরহাটা এলাকা থেকে সাজ্জাদকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আটজনকে আটক করে পুলিশ।