সোমবার, ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » নিউইয়র্কে প্রবাসীর বাড়িতে ভয়াবহ আগুনে কিশোরীর মৃত্যু
নিউইয়র্কে প্রবাসীর বাড়িতে ভয়াবহ আগুনে কিশোরীর মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক প্রবাসী বাংলাদেশির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কিশোরী মারা গেছে। এছাড়াও গুরুতর দগ্ধ হয়েছেন দুই দমকলকর্মীসহ পরিবারের আরও তিন সদস্য।
রোববার (৩ অক্টোবর) ভোর ছয়টায় নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়িতে এই ভয়াবহ আগুন লাগে।
যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত তখন গৃহকর্তা এবং গৃহকর্ত্রী বাইরে কাজে ছিলেন। এ সময় ঘুমিয়ে ছিলেন পরিবারের তিন সদস্য ও ভাড়াটিয়া এক চিকিৎসক। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। গুরুতর আহত হন মোহাম্মদ আলীর শ্বশুর ও দুই ছেলেমেয়ে।
একজন বলেন, আমরা ১৪ বছর বয়সী ছোট মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেছিলাম। কিন্তু বিকেল তিনটায় সে সবাইকে কাঁদিয়ে চলে গেছে। পরিবারের অন্যান্য সদস্যরা শোকে মূহ্যমান।
আগুনে আহত পরিবারের অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশি একটি পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এমন মর্মান্তিক ঘটনায় নিউইয়র্কে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ভয়াবহ এ আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীও আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে তা অনুসন্ধান করছে নিউইয়র্ক পুলিশ।