শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
রবিবার, ৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মেসিকে নিয়েই আজকের ম্যাচে খেলতে নামবে পিএসজি!
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মেসিকে নিয়েই আজকের ম্যাচে খেলতে নামবে পিএসজি!
১৫২ বার পঠিত
রবিবার, ৩ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেসিকে নিয়েই আজকের ম্যাচে খেলতে নামবে পিএসজি!

---

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সবশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে লিওনেল মেসিদের পিএসজি। জয়রথ ধরে রাখার মিশনে লিগ ওয়ানে তাদের প্রতিপক্ষ রেনেঁ। ম্যানসিটির বিপক্ষে যাদের নিয়ে শঙ্কা ছিল তারাও এ ম্যাচে খেলবেন বলে সুর পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোর। রোয়াজন পার্কে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

পিএসজি উড়ছে, উড়ছেন লিও মেসিও। ফরাসি ক্লাবটির হয়ে আগের ম্যাচেই পেয়েছেন বহুকাঙ্ক্ষিত গোলের দেখা। লিগ ওয়ানে এবার তার দল আতিথ্য নেবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ রেনেঁর। লিগের ৮ ম্যাচে শতভাগ জয় প্যারিসিয়ানদের। তবুও পচেত্তিনো বাহিনীর খেলা মন ভরাতে পারছেনা সমর্থকদের। লিগে যে এখনো নিজের ছায়া হয়েই আছেন মেসি, পাননি কোনো গোলের দেখাও।

রেনেঁর বিপক্ষে ম্যাচে যদি লিও মেসি গোল পেয়ে যান তবে সেটি নিশ্চয় দারুণ কিছু হবে আর্জেন্টাইন জন্য। তার আগে বড় প্রশ্ন ছিল খানিকটা চোটে থাকা মেসি রেনেঁর বিপক্ষে খেলবেন কি না। এ সম্পর্কে পিএসজি কোচ বলেছেন, ম্যানচেস্টার সিটির বিপক্ষে যারা খেলেছে তাদের মধ্যে মার্কো ভেরাত্তিকে নিয়ে সবচেয়ে বেশি ভয় ছিল। সেও খুব ভালো আছে। এ ম্যাচে তাকে শুরুর একাদশেও দেখা যেতে পারে।’

রেনেঁর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পিএসজি কোচ যে দল ঘোষণা করেছেন তাতে মার্কো ভেরাত্তিসহ রয়েছে লিওনেল মেসির নামও। আর্জেন্টাইন তারকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে যেমন একাদশে ছিলেন তেমন হতে পারে রোববারের ম্যাচে। টানা খেলার মধ্যে থাকায় রেনেঁর বিপক্ষে বিশ্রামে থাকছেন কিম্পেবে আর মারকুইনহোস। ইনজুরির কারণে থাকছেন না সার্জিও রামোস। সে ক্ষেত্রে পচেত্তিনোর ফর্মেশন হতে পারে ৪-১-২-১-২।

পিএসজির জার্সিতে লিওনেল মেসির প্রথম গোলে ইংলিশ জায়ান্ট ম্যানচেষ্টার সিটিকে হারাল পিএসজি। নিজেদের মাঠে ‘এ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে ২-০ গোলে হার পেপ গার্দিওলার দলের। পার্ক দেস প্রিন্সেসে সেই ম্যাচে ম্যানচেস্টার সিটিকে কুপোকাত করেছে লিওনেল মেসি বাহিনী। সপ্তম মিনিটেই সিটির ডিফেন্স ফাঁকি দিয়ে অবিশ্বাস্য এক গোল করেন ইদরিস গুয়ে। ম্যাচে লিড দ্য প্যারিসিয়ানদের! গোল খেয়ে অল অ্যাটাক ফুটবল খেলতে থাকে সিটিজেনরা। গোল পরিশোধে হন্যে হয়ে ওঠে গ্রিলিশ-ডি ব্রুইনারা।

২৫তম মিনিটে ম্যানসিটির জোড়া আক্রমণ পোস্টে লেগে ফিরে আসে। ভাগ্যদেবী যেন করল রসিকতা, প্রথমার্ধের শেষ ভাগে গোল পরিশোধে বন্য সিটিজেনরা এমন আক্রমণ চালায় বারবার। তবে পিএসজির যে আছে এক বাজপাখি দোনারুম্মা। বারবার তার গ্লাভস মান বাঁচানোয় লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি।

মেসি, নেইমার ও এমবাপ্পের ৩৪০ মিলিয়ন ইউরোর আক্রমণভাগের শক্তি বিশ্ব অবলোকন করে ম্যাচের ৭৪তম মিনিটে। কাউন্টার অ্যাটাক থেকে কিলিয়ান এমবাপ্পের বুদ্ধিদীপ্ত পাসে পিএসজির জার্সিতে প্রথম গোল করেন লিওনেল মেসি! সব অপবাদ যেন বড় মঞ্চে ঘুচিয়ে দিলেন আর্জেন্টাইন সুপারস্টার।



আর্কাইভ