শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » নতুন শিক্ষাক্রমের জন্য শিক্ষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে - শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » নতুন শিক্ষাক্রমের জন্য শিক্ষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে - শিক্ষামন্ত্রী
৭৩৭ বার পঠিত
শনিবার, ২ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন শিক্ষাক্রমের জন্য শিক্ষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে - শিক্ষামন্ত্রী

---

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম মাঠে নিয়ে যাওয়ার সময়ের মধ্যে আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সমস্ত ব্যবস্থা করেছি। এখানে একেবারে যে ভিন্ন কোনো পদ্ধতি চলে আসবে তা নয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেগুলো আছে তার মধ্যে যেগুলো ভালো কাজ করবে সেগুলো আমরা গ্রহণ করছি।

শনিবার চাঁদপুর স্টেডিয়াম মাঠে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এই শিক্ষাক্রমে আনন্দের মধ্য দিয়ে ছেলেমেয়েরা পড়ালেখা শিখবে। তারা কাজ করে শিখবে। কাজেই আমরা এখানে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেব। ইতোমধ্যে বেশ কিছু প্রশিক্ষণের কাজ চলমান রয়েছে। তার পাশপাশি আমাদের টিসার্স গাইড তৈরি হবে। কাজেই শিক্ষকদের জন্য আশাকরি ততো কঠিন কিছু হবে না। কোন সমস্যা হবে না।



আর্কাইভ