বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হবে - বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হবে - বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, যশোর বিমানবন্দরকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করা হবে। আজ বৃহস্পতিবার যশোর-চট্টগ্রাম ও যশোর-কক্সবাজার রুটে ইউএস বাংলার ফ্লাইটের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় মাহবুব আলী বলেন, ‘ভৌগলিক অবস্থানের কারণেই যশোরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর করা হবে। তারই ধারাবাহিকতায় যশোর বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণ করা হয়েছে। এ প্রক্রিয়া চলমান থাকবে।’
ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল নাসির উদ্দিন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার প্রমুখ।
মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যশোর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে ইউএস বাংলার ফ্লাইট। একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যশোরের উদ্দেশে যাত্রা করবে।
এছাড়া, যশোর থেকে কক্সবাজারে সপ্তাহে ৪ দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। প্রাথমিকভাবে শনি, সোম, বুধ ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। অপরদিকে, কক্সবাজার থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশে ছেড়ে আসবে।