শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » চিয়েসার গোলে শিরোপাধারী চেলসিকে হারাল জুভেন্টাস
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » চিয়েসার গোলে শিরোপাধারী চেলসিকে হারাল জুভেন্টাস
৬৬১ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিয়েসার গোলে শিরোপাধারী চেলসিকে হারাল জুভেন্টাস

---

নিজেকে বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করলেন ফেডেরিকো চিয়েসা। গতকাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার গোলে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে ১-০ ব্যাধানে জয়লাভ করেছে ইতালীয় জায়ান্ট জুভেন্টাস।
ইউরো ২০২০ আসরে ইতালির হয়ে দ্যুতি ছড়ানো চিয়েসা বিরতির পরপরই স্বাগতিক জুভেন্টাসের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন। এই জয়ে ‘এইচ’ গ্রুপ থেকে ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান দখল করেছে কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।
সেরা একাদশে পাওলো দিবালা ও আলভারো মোরাতাকে না পাওয়ার পরও পরিকল্পিত খেলার মাধ্যমে জুভেন্টাস সফরকারী ব্লুসদের তটস্থ করে রাখে। তাদেরকে খুব কম সময়ের জন্য নিজ রক্ষনে ঘেষতে দিয়েছে জুভেন্টাস।
খেলা শেষে চিয়েসা বলেন,‘ জুভেন্টাসের মর্ম কি, তা আজ রাতে আমরা দেখিয়েছি। কোচ এটিই আমাদের কাছে চেয়েছিলেন। আমার আর কোচের মধ্যে কখনো কোন সমস্যার সৃস্টি হয়নি। তিনি আমাকে যা করতে বলেছেন আমি তাই করেছি। জুভের শুরুটা যখন একটু খারাপ হচ্ছিল তখনই নানান সমালোচনা ভেসে আসছিল। আমরা সবাই মিলে ক্লাবটিকে ফের শীর্ষে পৌঁছে দিতে চাই।’
এই জয়ে গ্রুপ ভুক্ত অপর ক্লাব চেলসি ও জেনিত এর চেয়ে তিন পয়েন্টে এগিয়ে গেছে জুভেন্টাস। কোচ আলেগ্রি আমাজনকে বলেন,‘ ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে ছেলেরা অসাধারন পারফর্মেন্স করেছে। আমাদের রক্ষনভাগ খুবই সুসংগঠিত ছিল, যে কারণে প্রতিপক্ষ খুব কম সুযোগ পেয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি ভাল সুযোগও আমরা নস্ট করেছি। তবে আমি খুশি। আমরা একটি গোলও হজম করিনি। আমরা পুর্ন পয়েন্ট অর্জন করেছি, যার মাধ্যমে আরো একধাপ এগিয়ে গেছি।’
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রেখেছিল চেলসি। কিন্তু প্রথম গোলের সুযোগটি সৃস্টি করেছিল স্বাগতিক জুভেন্টাস। ম্যাচের অধিকাংশ সময় বল ছিল মধ্যমাঠে।
ম্যাচের ১৬ মিনিটে আদ্রিয়েন র‌্যাবিয়ট দারুন একটি গোলের সুযোগ সৃস্টি করেছিলেন। তিনি যখন চেলসি সিমান্তে বল নিয়ে ঢুকে পড়েছিলেন তখন সফরকারী দলের অধিকাংশ খেলোয়াড়ই ছিল সামনের দিকে। ফেডেরিকো বার্নাদেশির কাছ থেকে পাওয়া বলে তিনি জুতসই শট নিতে ব্যর্থ হলে সেটি গড়িয়ে গড়িয়ে এডুয়ার্ড মেন্ডির কাছে চলে যায়।
চার মিনিট পর গোলের সুযোগ সৃস্টি করেন চিয়েসা। তবে তার নিচু শটের বলটি ব্লুসদের গোলবারকে পাস কাটিয়ে চলে যায়।
আসলে চেলসিকে রুখে দেয়ার লক্ষ্য নিয়েই গেম পরিকল্পনা করেছিল জুভেন্টাস। তাদের পাসিং ছন্দও বেশ ভাল ছিল। কিন্তু আকস্মিকভাবে তারা ছন্দ হারিয়ে ফেলে। বিশেষ করে দক্ষতা প্রদর্শনে ব্যর্থ ছিলেন এনগোলে কন্টে ও ম্যাসন মাউন্ট।
বিরতির পরপরই সাফল্য পান চিয়েজা। ম্যাচের ৪৬তম মিনিটে বার্নাদেশির থ্রোয়িং এর বল দখলে নিয়েই ক্ষিপ্র গতিতে সফরকারীদের জালে জড়িয়ে দেন তিনি। এর পর গোল পরিশোধের জন্য জুভেন্টাসের উপর চাপ সৃস্টি করতে থাকে চেলসি। কিন্তু স্বাগতিকদের রক্ষণকে কোন ভাবেই টলাতে পারেনি তারা।
খেলা শেষে চেলসি কোচ থমাস টাচেল বলেন,‘ শক্ত রক্ষনে গড়া দলের বিপক্ষে খেলাটা খুবই কঠিন। আমরা সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছি। কিন্তু সফল হতে পারিনি। কিছু ভুলও করেছি। তবে বড় সমস্যা হয়েছে সহজ একটি গোল হজম করায়। এটাই ম্যাচটিকে আরো জটিল করে দিয়েছে।
গতকাল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের আরেক ম্যাচে স্বাগতিক জেনিত সেন্ট পিটার্সবার্গ ৪-০ গোলে হারিয়েছে সুইডেেেনর মালমোকে।



আর্কাইভ