বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে - ওবায়দুল কাদের
আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে - ওবায়দুল কাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব, উন্নয়ন-অর্জন এবং দেশের মানুষের অপরিসীম আস্থার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় তিনি একথা বলেন। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিদিন পত্রিকার পাতা খুললে বিএনপির আন্দোলনের গল্প দেখা যায়। লন্ডনের টেমস নদীর পাড় থেকে মির্জা ফখরুলের কাছে ডাক আসছে। কিন্তু টেমস নদীর জোয়ারে তো বাংলাদেশে আন্দোলন হবে না।’
বিএনপি গত ১৩ বছর ধরে আন্দোলনের হুমকি দিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৩ বছর আন্দোলনের ডাক। প্রতিবছরই ডাক দেয়। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়; বিএনপির আন্দোলনের জোয়ার আসে না। বিএনপির মরা গাঙে ১৩ বছরেও আন্দোলনের জোয়ার আসেনি। হাট ভেঙে গেছে। বিএনপির হাট আর জমবে না।’
‘কাজেই আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। আন্দোলন কী এবং কতো প্রকার তা আওয়ামী লীগের চেয়ে বিএনপি ভালো জানে না। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৩ বছর টানা ক্ষমতায়। শেখ হাসিনার উন্নয়ন অর্জনের জন্য দেশের মানুষের অপরিসীম আস্থার কারণে আগামী নির্বাচনে বিজয়ী হবো।’
এ সময় দেশের রাজনীতিতে আরও মেধাবী মানুষ আসা প্রয়োজন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে মেধাবী লোক না আসলে রাজনীতি মেধাশূন্য হয়ে যাবে। চরিত্রবান লোকেরা রাজনীতিতে না আসলে রাজনীতি চরিত্রহীন হয়ে পড়েবে। সৎ লোকের রাজনীতিতে আসতে হবে। ভালো মানুষ না এলে রাজনীতি খারাপ মানুষের হাতে চলে যাবে।’
অনুষ্ঠানে ৩০০ শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদউল্যা, উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন ও সিরাজুল ইসলাম মোল্লা।