মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড
অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড
জয়পুরহাটে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক যুবককে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এই রায় দেন।
দণ্ডিত মোমিন আকন্দ (২৬) জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী বড়াইল পাড়ার মামুন আকন্দের ছেলে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজা চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রায়ে মোমিন আকন্দকে অপহরণের দায়ে ৩০ বছরের কারাদণ্ড এবং ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে তাকে আরও ৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
আর ধর্ষণের দায়ে তাকে আরও ৩০ বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৫ বছর কারাভোগ করতে হবে আসামিকে।
মামলার সূত্রে জানা গেছে, মোমিন আকন্দ নবম শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলেন। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর স্কুলের গেইটের সামনে থেকে মেয়েটিকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মোমিনসহ তার কয়েকজন সহযোগী। পরে তারা একাধিক স্থানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।
ঘটনার দুই দিন পর ৫ সেপ্টেম্বর ওই ছাত্রীর বাবা জয়পুরহাট সদর থানায় মামলা করেন। তিন মাস পর ওই ছাত্রীকে পুলিশ উদ্ধার করে।