সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আড়াইহাজার | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম » আড়াইহাজারে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আড়াইহাজারে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাসকলাই উৎপাদন উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের বাছাইকৃত ২৫০ জন কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুর্নবাসন ও কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আড়াইহাজার এর আয়োজনে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই বীজ ও সার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
ইউএনও রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, ইউপি চেয়ারমান আলী হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। এ সরকারের আমলে সমগ্র বাংলাদেশে কৃষিতে বিপুল পরিমান ভর্তুকি দেয়া হয়েছে। যার ফলে করোনা মহামারীকালীস বিশ্বে উন্নত দেশগুলোতে সংকট দেখালে দিলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্নতা ধরে রাখতে সক্ষম হয়েছে।