শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | শিরোনাম » অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশ
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | শিরোনাম » অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশ
৫৩৭ বার পঠিত
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশ

---

দেশের অনিবন্ধিত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ও সমবায় সমিতির তালিকা প্রণয়ন করে সেগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এসব অনিবন্ধিত সুদি প্রতিষ্ঠান লোন দিয়ে অনৈতিক কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের আদেশের বিষয়টি ঢাকাটাইমসকে জানান রিটকারী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এর আগে গত ৭ আগস্ট সারাদেশের গ্রাম পর্যায়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধ করার নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়।

রিটে ৬৪ জেলার ডিসি ও এসপিকে বিবাদী করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জনস্বার্থে এ রিটটি দায়ের করেছেন।

প্রসঙ্গত দেশের বিভিন্ন স্থানে বেসরকারি সংস্থা ও সমিতির নামে সুদের ব্যবসা চালিয়ে আসছে বিভিন্ন ব্যক্তি। অভাবগ্রস্ত মানুষ তাদের খপ্পরে পড়ে সুদের জালে জড়িয়ে সর্বস্বান্ত হচ্ছে।



আর্কাইভ