শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » জয়ের ট্রেন ছুটছেই আর্সেনালের
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » জয়ের ট্রেন ছুটছেই আর্সেনালের
১৬৬ বার পঠিত
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়ের ট্রেন ছুটছেই আর্সেনালের

---

প্রিমিয়ার লিগে জয়ের ট্রেন ছুটেই চলেছে আর্সেনালের। রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেল গানাররা। আর্সেনালের হয়ে একটি করে গোল করেন এমিল স্মিথ, অবামেয়াং ও বুকায়ো সাকা।

নতুন মৌসুমের শুরুটা একেবারেই ভালো ছিল না আর্সেনালের। প্রথম তিন ম্যাচ হারের পর ব্যাকফুটে চলে যায় গানাররা। অবশ্য পরের দুটি ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্তেতার দল।

এবার নর্থ লন্ডন ডার্বিতে, ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে টানা তৃতীয় জয়ের দেখা পেল আর্সেনাল। ম্যাচে জিতলেও পুরো ম্যাচে বল দখলে পিছিয়ে থাকা গানাররা গোলের জন্য শট নেয় ১২টি, যার সাতটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, টটেনহ্যামের ১০ শটের চারটি ছিল অন টার্গেটে।

এদিন এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই অ্যাটাকিং ফুটবল খেলে আর্সেনাল। তাইতো স্বাগতিকরা সাফল্যও পায় দ্রুত। ১২ মিনিটে লিড নেয় আর্তেতার দল। টটেনহ্যাম ডিফেন্সকে বোকা বানিয়ে সাকার অ্যাসিস্টে ডান পায়ের দারুণ শটে বল জালে জড়ান ইংলিশ তরুণ মিডফিল্ডার এমিল স্মিথ। আর তাতেই উল্লাসে মেতে ওঠে হাজারো সমর্থক।

এরপর ম্যাচের ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুন করে আর্সেনাল। স্মিথের কাটব্যাক থেকে বাঁ পায়ের নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন ফরোয়ার্ড অবামেয়াং।

এ গোলের রেশ না কাটতেই, ছয় মিনিট পর আবারও এগিয়ে যায় গানাররা। অনেকটা একক প্রচেষ্টায় প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা। ফলে স্কোর লাইন দাঁড়ায় ৩-০। তবে পিছিয়ে পড়ে প্রাণপণ চেষ্টা করেও প্রথমার্ধে আর ব্যবধান কমাতে পারেনি টটেনহ্যাম হটস্পার।

বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে ওঠে স্পাররা। ৬০ মিনিটে হ্যারি কেইনের শট রুখে দেন আর্সেনাল গোলকিপার অ্যারন র‌্যামসডেল। তবে ম্যাচের ৭৯তম মিনিটে ব্যবধান কমান সন। সতীর্থের পাস থেকে গোল করতে ভুল করেননি এই কোরিয়ান মিডফিল্ডার।

শেষ দিকে অতিথিরা আর গোল করতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এ জয়ে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে গানাররা। তাদের পরের অবস্থানে আছে টটেনহ্যাম হটস্পার।



আর্কাইভ