শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » দাড়ি কামানোতে তালেবানের নিষেধাজ্ঞা
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » দাড়ি কামানোতে তালেবানের নিষেধাজ্ঞা
১৮২ বার পঠিত
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাড়ি কামানোতে তালেবানের নিষেধাজ্ঞা

---

আফগানিস্তানে সেলুনের নাপিতদের প্রতি তালেবান কড়া বার্তা দিয়েছে। বার্তায় বলা হয়, কোনও ব্যক্তির দাড়ি কামানো যাবে না। দেশটির হেলমন্দ প্রদেশের সেলুনগুলোতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঝুলিয়েছে তালেবান।

হেলমন্দ প্রদেশের তালেবান কর্তৃপক্ষ জানায়, দাড়ি কামানো ইসলামী আইনের পরিপন্থী। যারাই এই আইনের ব্যত্যয় ঘটাবেন তাদের শাস্তি পেতে হবে। তালেবানের ধর্ম পুলিশ এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ হেলমন্দ প্রদেশের সেলুনগুলোতে একটি বিজ্ঞপ্তি টাঙানয় তালেবানের। এতে তালেবান সতর্ক করে দিয়ে বলছে, চুল এবং দাড়ি কাটার ক্ষেত্রে অবশ্যই নাপিতদের শরিয়া আইন মানতে হবে। এ ব্যাপারে কারো অভিযোগ জানানোর অধিকার নেই।

এদিকে রাজধানী কাবুলের কিছু সেলুনের নাপিত জানিয়েছেন, তালেবানের তরফ থেকে ওই রকম বার্তা তারাও পেয়েছেন। কাবুলের এক বিশিষ্ট নাপিত বলেন, ‘তালেবানরা আমাদের কাছে প্রায়ই আসে এবং দাড়ি ছাটা বন্ধ করার নির্দেশ দেয়। তালেবানদের একজন আমাকে বলেছিল, আমরা ইসলামী শরিয়া মেনে কাজ করছি কি না তা ধরার জন্য গোপনে পরিদর্শক পাঠানো হবে।’

কাবুল শহরের অন্যতম বড় একটি সেলুনের আরেক নাপিত জানান, তিনি একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে ফোন পেয়েছেন, যিনি তাকে আমেরিকান স্টাইলে চুল কাটা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এছাড়া কারও দাড়ি কামানো বা ছেঁটে না ফেলারও নির্দেশ দিয়েছেন ওই সরকারি কর্মকর্তা।

উল্লেখ্য, তালেবানের প্রথম শাসনামলেও এরকম কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছিল। ২০০১ সালে তালেবানের পতনের পর আফগানিস্তানে ফের ক্লিন শেভ ও নানা ধরনের চুলের স্টাইল জনপ্রিয় হতে থাকে। দেশটির শহরগুলোতে অত্যাধুনিক সেলুনও খুলতে শুরু করে। তবে এখন আফগানিস্তানের ক্ষমতায় তালেবান ফিরে আসায় সেই আগের বিধিনিষেধ ফের মানতে হচ্ছে সেলুনগুলোকে।



আর্কাইভ