রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৩
সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে আয়শা আক্তার নামের দুই বছরের এক শিশু উদ্ধারের সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালবেলা সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া মিজানের বাড়ির তৃতীয় তলায় ভুক্তভোগী শিশু উদ্ধারের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-২৯) দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মরিয়ম আক্তার বেবী (৪৫), সুমাইয়া আক্তার বৃষ্টি (২২) ও মো. আকাশ (২৪)।
মামলা সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিলের নেতৃত্বে একটি দল ভুক্তভোগী শিশু আয়শা আক্তারকে উদ্ধারে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় গেলে। মামলার আসামীরা শিশু আয়শাকে উদ্ধার করতে দিবে না বলে চিৎকার চেচামেচি করতে থাকে। চিৎকার চেচামেচির এক পর্যায়ের আসামীরা এসআই শওকত জামিলসহ তার সঙ্গীয় সদস্যদের উপর হামলা চালায়। এ ঘটনায় এসআই শওকত জামিলসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসীন ও নারী কনস্টেবল সুমী বড়ুয়া আহত হয়। তারা সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।