শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » দিনাজপুরে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন
দিনাজপুরে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন
জেলার সদর উপজেলায় আজ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুর পৃথক পৃথক অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম প্রধান অতিথি হিসাবে এসব ভবনের সম্প্রসারণ কাজ উদ্বোধন করেন।
আজ দুপুর ১২টায় জেলা শহরে ইকবাল হাইস্কুলের একাডেমিক ভবনের সম্প্রসারনকৃত ২য় ও ৩য় তলার নির্মান কাজের উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম। এ নির্মানকাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
এরপর হুইপ ইকবালুর রহিম শহরে রাজবাটী এলাকায় নুরজাহান কামিল মাদ্রাসা এবং দিনাজপুর উপশহরে তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সম্প্রসারনকৃত একাডেমিক ভবনের নির্মানকাজের উদ্বোধন করেন।
পরে হুইপ ইকবালুর রহিম স্থানীয় তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
এসব অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক বারিউল করিম খান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলায় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহীনুর ইসলাম, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ ও সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার প্রমুখ উপস্থিত ছিলেন।