শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » আইপিএলে দল চূড়ান্ত হলো নাথান এলিসের
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » আইপিএলে দল চূড়ান্ত হলো নাথান এলিসের
৫৪৩ বার পঠিত
শুক্রবার, ২০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইপিএলে দল চূড়ান্ত হলো নাথান এলিসের

---

আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিষেকটা দুর্দান্ত হয়েছিল নাথান এলিসের। ২৬ বছর বয়সী এই পেসার বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে জায়গা করে নেন রেকর্ড বইতে।

পাঁচ ম্যাচ সিরিজ খেলতে আসা অস্ট্রেলিয়া দলের সঙ্গে এলিস ছিলেন রিজার্ভ খেলোয়াড়। তবে পেসার রাইলি মেরিডিথের চোটের কারণে কপাল খুলে যায় তার।

তৃতীয় ম্যাচে খেলতে নেমে গত ৬ আগস্ট মিরপুরে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে উঠে আসেন আলোচনায়। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ খেলে নেন পাঁচ উইকেট। এরপরই তাকে নিয়ে টানাটানি লেগে যায় আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে। এমন কী বাংলাদেশের সঙ্গে তার পারফর্ম জায়গা করে দিয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলেও।

শেষ পর্যন্ত তাকে দলে নিতে পেরেছে পাঞ্জাব কিংস। সেপ্টেম্বরে আইপিএলের স্থগিত হওয়া ম্যাচগুলোতে দেখা যাবে এলিসকে। এখানেও অবশ্য এলিসকে নেয়া হয়েছে দুই অজি ক্রিকেটার ঝাই রিচার্ডসন ও রাইলি মেরেডিথের ছিটকে যাওয়ায়।

এ নিয়ে পাঞ্জাব কিংসের প্রধান নির্বাহী সতীশ মেনন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন এলিসের অন্তর্ভুক্তির বিষয়টি। এখন ক্রিকেট অস্ট্রেলিয়া অনুমতি দিলেই আরব আমিরাতের বিমান ধরবেন ২৬ বছর বয়সী এলিস।

অথচ গত জানুয়ারিতে আইপিএলের নিলামে নাম থাকলেও কোনও দল তাকে নিয়ে আগ্রহ দেখায়নি। এখন সেই এলিসকে পেতেই নাকি লড়াই করেছে তিনটি ফ্র্যাঞ্চাইজি!



আর্কাইভ