শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, আটক ১১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, আটক ১১
৫৬০ বার পঠিত
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, আটক ১১

---

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটকদের ছয়জন পুরুষ, চারজন নারী ও একজন শিশু বয়েছে। শুক্রবার মহেশপুর উপজেলার মুন্ডুমালা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ই-মেইল বার্তায় আটকের এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, মহেশপুরের মুন্ডুমালা গ্রামের একটি ইটভাটার এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে শ্রী রমেশ মন্ডল (২৮), শ্রী রমেশ মন্ডলের স্ত্রী মিতালী বিশ্বাস (২০), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার একরামপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মো. মোজ্জামেল হোসেন (৩২), নড়াইল জেলার কালিয়া উপজেলার পারবুমভাগ গ্রামের মুনজিল শেখের মেয়ে পারভীন শেখ (৩০), ঢাকা জেলার লালবাগ থানার কামরাংঙ্গিরচর গ্রামের বাবুলের স্ত্রী রুমা খাতুন (৩০), চট্টগ্রাম জেলার বুচপুর উপজেলার জলন্তী গ্রামের শরাফত আলীর ছেলে শাহ আলম (২৫), সাতক্ষীরা জেলার সদর উপজেলার ফিংড়ী গ্রামের মৃত গোপাল রায় চৌধুরীর ছেলে মিন্টু রায় চৌধুরী (৩২) একই জেলার আশাশুনি উপজেলার ঝাটিকাটা গ্রামের ভৈরব চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার (২৭), যশোর জেলার শার্শা উপজেলার বড়কলনি গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে মো. শুকুর আলী (৩০), মো. শুকুর আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২২) এবং ছেলে মো. জোনায়েদ হোসেনকে (০৫) আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার অপরাধে মামলা করা হয়েছে।



আর্কাইভ