শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » সাফ চ্যাম্পিয়নশিপের ২৬ সদস্যের দলে এলিটা কিংসলে
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » সাফ চ্যাম্পিয়নশিপের ২৬ সদস্যের দলে এলিটা কিংসলে
৫৮৬ বার পঠিত
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাফ চ্যাম্পিয়নশিপের ২৬ সদস্যের দলে এলিটা কিংসলে

---

দক্ষিণ এশিয়ার বিশ্বাকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। প্রাথমিক দলে সুযোগ হয়েছে এলিটা কিংসলের।

বুধবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৬ জনের নাম ঘোষণা করা হয়।

সাফের বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অস্কার ব্রুজনকে। স্প্যানিশ এই কোচ দীর্ঘদিন বসুন্ধরা কিংসের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ইংলিশ কোচ জেমি ডে’কে দেয়া হয়েছে অব্যাহতি।

দলে প্রথমবারের মতো সুযোগ পাওয়া এলিটা কিংসলে মূলত নাইজেরিয় বংশোদ্ভূত। দীর্ঘদিন ধরে খেলছেন বাংলাদেশের ঘরোয়া লিগে।।

সম্প্রতি পেয়েছেন বাংলাদেশি নাগরিকত্ব। সেই সুবাদে লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর সুযোগ তৈরি হচ্ছে তার।

২৬ সদস্যের বাংলাদেশ দল

গোলরক্ষক

আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা।

ডিফেন্ডার

বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, টুটুল হোসোন বাদশা, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, তারিকুর রহমান, মেহেদী হাসান।

মিডফিল্ডার

মালিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ।

ফরোয়ার্ড

বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মাদ ইব্রাহিম, এলিটা কিংসলে, মতিন মিয়া, জুয়েল রানা, সুমন রেজা।



আর্কাইভ