শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যানসহ আটক ৩
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যানসহ আটক ৩
৫৩২ বার পঠিত
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যানসহ আটক ৩

---

নড়াইল শহর সংলগ্ন সীমাখালী এলাকায় বাসচালক লিয়াকত সিকদার (৫২) হত্যা মামলার প্রধান আসামি আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ মোল্লাসহ (৪৪) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন সীমাখালী গ্রামের রুবেল শেখ (৩০) এবং একই গ্রামের গোপীনাথ গুহ গোপী (৩০)।

ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে গত সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো অস্ত্র আসামি পলাশ মোল্লার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে এ মামলার অপর আসামি সীমাখালী গ্রামের নাসিম সিকদারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ।

তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

মামলার বাদি নিহতের স্ত্রী আসমা খাতুন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামী লিয়াকত সিকদারকে হত্যা করে আসামিরা। এ হত্যাকাণ্ডে ১৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাত ৮টার দিকে নড়াইল শহর সংলগ্ন সীমাখালী এলাকায় সড়কের পাশ থেকে বাসচালক লিয়াকত সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ।



আর্কাইভ