শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » অবৈধভাবে ভারতে যাওয়ার পথে মহেশপুর সীমান্তে আটক ১৫
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » অবৈধভাবে ভারতে যাওয়ার পথে মহেশপুর সীমান্তে আটক ১৫
১৬৮ বার পঠিত
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে মহেশপুর সীমান্তে আটক ১৫

---

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে দালালসহ ১৫ নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি। সোমবার দিনগত রাতে সীমান্তের যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কানাইডাংগা গ্রামের পাকা রাস্তার সেতুর উপর থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১২ জন পুরুষ, একজন নারী ও দুইজন শিশু রয়েছে। তাদের অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করার অপরাধে আটক করা হয়। আটকদের বাড়ি নড়াইল, ফেনী, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ জেলায়।

এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশি নাগরিক মোঃ আসাদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। আসাদুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুল করিমের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক মেইল বার্তায় বিষয়টি জানিয়ে বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।



আর্কাইভ