শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সৌদি প্রবাসীদের কর্মসংস্থানে ফেরার সুযোগ বাড়ছে
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সৌদি প্রবাসীদের কর্মসংস্থানে ফেরার সুযোগ বাড়ছে
১২৬ বার পঠিত
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌদি প্রবাসীদের কর্মসংস্থানে ফেরার সুযোগ বাড়ছে

---

করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের সামনে আবারো কর্মসংস্থানের সুযোগ এসেছে। এমনটি জানালেন সৌদি আরবে থাকা প্রবাসী ব্যবসায়ীরা। তারা বলছেন, পরিবর্তন এসেছে অর্থনৈতিক অবস্থায়। প্রাণচাঞ্চল্য ফিরেছে সৌদি প্রবাসী বাংলাদেশিদের মাঝে।

প্রাণঘাতী করোনায় পুরো বিশ্ব চলছে পরিবর্তিত পরিস্থিতিতে। এর ব্যতিক্রম নয় সৌদি আরবও। অনিশ্চয়তায় পড়েছিল সৌদি আরবে থাকা কয়েক লাখ প্রবাসীর জীবন। কেউ কাজ হারিয়েছেন। আবার কেউবা ফিরেছেন দেশে। এখন পরিস্থিতি আগের চেয়ে ভালো। কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি অব্যাহত আছে বিমান চলাচল। এতে স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। লকডাউনের সময়গুলোতে ক্ষতির শিকার হয়েছেন ব্যবসায়ীরা। এখন তাদের একটাই চাওয়া, সামনের দিনগুলোতে ক্ষতি পুষিয়ে নেয়া।

এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার সুযোগ করে দিয়েছে সৌদি সরকার। খুলে দেয়া হয়েছে স্কুল-কলেজ। কমানো হয়েছে কোয়ারেন্টিন খরচ। করোনা নিয়ন্ত্রণে সৌদি সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কর্মসংস্থানের অপেক্ষায় থাকা প্রবাসীদের সময় এসেছে এখন সৌদি আরবকে নিয়ে নতুন করে ভাবার।



আর্কাইভ