রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বনভূমিতে প্রশিক্ষণ একাডেমির বিরোধিতা সংসদীয় কমিটির
বনভূমিতে প্রশিক্ষণ একাডেমির বিরোধিতা সংসদীয় কমিটির
ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২১ : একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক আজ কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয়, খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং মোঃ শাহীন চাকলাদার বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে Feasibility Study of Transboundary Wildlife Corridor in Chattagram, Chattagrram Hill Tract and Cox’s Bazar with Myanmar and India শীর্ষক প্রকল্পের পরামর্শক নিয়োগ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি; কক্সবাজারে সংরক্ষিত বনাঞ্চলের ৭০০ একর জায়গা জনপ্রশাসন একাডেমী নির্মাণের জন্য বরাদ্দ; আসন্ন কপ-২৬ সম্মেলনের প্রস্তুতি এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকিভাতা প্রদানের প্রস্তাবনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি পরিবেশ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম ত্বরান্বিত করতে পরিবহনসহ অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট সরবরাহ করতে সুপারিশ করে।
কক্সবাজারে সংরক্ষিত বনাঞ্চলের ৭০০ একর জায়গায় জনপ্রশাসন একাডেমী নির্মাণের বিষয়ে মন্ত্রণালয়কে পর্যালোচনা (রিভিউ) করতে সুপারিশ করে কমিটি।
কমিটি ২০২১-২০২২ অর্থ-বছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের কাজ দ্রুত সম্পন্ন করতে সুপারিশ করে।
এছাড়া কমিটি বনবিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ঝুঁকিভাতা জাতীয় বেতন স্কেল, ২০০৯ অনুযায়ী প্রদান না করে বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ঝুঁকিভাতা প্রদান করতে সুপারিশ করে।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।