শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২১ আগস্ট) ইসমাইল সাবরিকে পাঠানো অভিনন্দন বার্তায় শেখ হাসিনা জানিয়েছেন, মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে দুই দেশের জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করতে চান তিনি।
আজ মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসাবে হিসেবে শপথ নিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ইসমাইল সাবরি ইয়াকুব। পূর্ববর্তী সরকারের পতনের পর “সংবিধান অনুযায়ী” মালয়েশিয়ার রাজা আল সুলতান আবদুল্লাহ শুক্রবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
রাজপ্রাসাদের এক বিবৃতিতে এই নিয়োগের ঘোষণা দিয়ে বলা হয়, ইসমাইল সাবরি সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতাদের সমর্থন পেয়েছেন।
দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ইউএমএনও (ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অরগানাইজেশন) নেতা ইসমাইল সাবরি ইয়াকোব।
উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রী হলেন তিনি। এর আগে মুহিদ্দীন সরকারের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ৬১ বছর বয়সী ইসমাইল সাবরি মালয়েশিয়ার ঐতিহ্যবাহী পোশাকে স্ত্রী মুহাইনি জায়নিল আবিদিনকে সঙ্গে নিয়ে রাজ প্রাসাদে শপথ অনুষ্ঠানে যোগ দেন। শপথবাক্য পাঠের মাধ্যমে দায়িত্ব নেন তিনি। শপথ শেষে তিনি তার নিয়োগপত্রে সই করেন। পরে প্রধান বিচারপতি নিয়োগ অনুমোদন দেন।