বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত ইরানের পররাষ্ট্র বিষয়ক উপ-মন্ত্রী ড. মেহেদি সাফারি।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, জ্বালানি, রাসায়নিক সার ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে দু’দেশের ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক পারস্পরিক সুবিধাজনক সময়ে করার ওপর জোর দেন উপ-মন্ত্রী মেহেদি।
ড. মেহেদি সাফারিকে বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি দু’দেশের বাণিজ্য প্রতিনিধি দলের আরও কয়েকটি সফরের ওপর জোর দেন।
তারা আইওআরএ-এর অধীনে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রতিমন্ত্রী আইওআরএ-এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকা সফরের জন্য ইরানের উপ-মন্ত্রী ও তার সঙ্গে থাকা প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।