শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ২৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » নারীর ক্ষমতায়নে সমবায় আন্দোলন জোরদার করার আহ্বান
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » নারীর ক্ষমতায়নে সমবায় আন্দোলন জোরদার করার আহ্বান
১৫০ বার পঠিত
বুধবার, ২৩ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারীর ক্ষমতায়নে সমবায় আন্দোলন জোরদার করার আহ্বান

---

দেশে নারী নেতৃত্ব বিকাশ ও নারীর ক্ষমতায়নে সমবায় আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) কো-অপারেটিভ কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান।

আজ বুধবার সমবায় অধিদপ্তরের মিলনাতয়নে ‘সংগঠনের শক্তি নিয়ে উদ্দীপ্ত নারী, সমবায়ে যুক্ত হয়ে সক্ষমতা গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে এই কনভেনশন অনুষ্ঠিত হয়।

জিএনবির কান্ট্রি ডিরেক্টর এম. মাঈনউদ্দিন মইনুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বক্তৃতা করেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুন কান্তি শিকদার, উপনিবন্ধক (প্রশাসন) নূর-ই-জান্নাত ও ঢাকা জেলা সমবায় অফিসার মো. শিহাব উদ্দিন, দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রেসিডেন্ট পঙ্কজ গিলবার্ট কস্তা, বারিধারা মহিলা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাপ বানু, ব্র্যাকের লানিং ম্যানেজার রাকিবুননাহার, জিএনবির ইনকাম জেনারেশন টিম ম্যানেজার ইনচার্জ মোসা. আফসানা খানম, সোস্যাল ইন্টারপ্রাইস টিমের সিনিয়র অফিসার রানা পান্ডে ও স্যোসাল ইকোনোমিক ইউনিটের প্রধান অখিল বাড়ৈ।

কনভেনশনে সমবায় কার্যক্রম এগিয়ে নিতে সরকারের পরিকল্পনা তুলে ধরে ড. তরুণ কান্তি শিকদার বলেন, দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়টি অনুধাবন করেছিলেন। যে কারণে সারা দেশে সমবায় আন্দোলন জোরদার করার উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী সেই আন্দোলনকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসলে লক্ষ্য অর্জন সহজ হবে।

সভাপতির বক্তব্যে এম. মাঈনউদ্দিন মইনুল বলেন, নারীদের অংশগ্রহণ ও উন্নয়ন ছাড়া দেশ ও জাতির সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই গুড নেইবারস বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত ১৮টি সমবায় সমিতি নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্রতা নিরসনে কাজ করে চলছে। এই সমবায় সমিতিগুলো দেশের ১২টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। যার সদস্য সংখ্যা ২২ হাজার ১৬৯ জন। ওই সকল সদস্যদের নির্বাচিত প্রতিনিধিরা কনভেনশনে অংশ নিয়েছেন। কনভেনশনের মূল লক্ষ্য হলো নারীর ক্ষমতায়ন, নারী নেতৃত্ব বিকাশ ও স্বাবলম্বিতা অর্জনে নারীদের সহায়তা করা, নারীদের বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কাজে অংশগ্রহণে সহযোগিতা প্রদান এবং নারীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা। আগামী দিনে এই কার্যক্রম আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কনভেনশনে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ নির্বাচিত ৩টি সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। তিনটি সমিতির প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ ছাড়া কনভেনশনে প্রতিনিধিদের ৭ সদস্য বিশিষ্ট একটি জাতীয় কমিটি গঠন করা হয়। মোসা. সাবিনা ইয়াসমিনকে সভাপতি ও গীতা রানী রায়কে সাধারণ সম্পাদক করে গঠিত ওই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ